এম এস ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন সিএসকে এই মুহূর্তে ব্রেকে আছে৷ আর এরই মধ্যে একেবারে অন্যরূপে পাওয়া গেল রবীন উত্থাপ্পাকে৷ চেন্নাইয়ের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে মাথায় শেফের টুপি গায়ে অ্যাপ্রন পরে একেবারে অন্য রূপে পাওয়া গেল তাঁকে৷ ব্যাট -প্যাড দূরে সরিয়ে তিনি ব্যস্ত রান্নাবান্নায়৷ আর তাঁর শাগরেদ কে জানেন৷
তাঁর খুদে ছেলে Neale Nolan Uthappa সে দিব্যি বাবাকে কুকিজ বানাতে সাহায্য করছে৷ এই ভিডিওটি র নাম দেওয়া হয়েছে শুক্রবারের ছুটির দিন,"Cookie Chutti! দেখুন মন ভালো করা সেই ভিডিও৷
advertisement
ভিডিও দেখে একেবারে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা৷ জুনিয়র উত্থাপ্পাকে ভরিয়ে দিচ্ছেন ভালোবাসায়৷
একজন সিএসকে ফ্যান লিখেছেন, ‘ মাস্টার শেফ এবং পড়ুয়া শেফ দুষ্টুমির সঙ্গে সঙ্গে কিছু সুস্বাদু খাবার বানাচ্ছে৷ রবীন উত্থাপ্পা কবে মাঠে নামবে তার জন্য অপেক্ষায়৷
রবীন উত্থাপ্পা চেন্নাইয়ের চার নম্বর স্পটের দাবিদার৷ ফ্যানরা আশা করছেন রবিন দলে ফিরে জয়ের ধারা বজায় রাখবেন৷ এই মুহূর্তে আইপিএল পয়েন্ট টেবলে ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দু‘ নম্বরে রয়েছে৷ তাদের লক্ষ্য পয়েন্ট টেবলের এক নম্বর জায়গা৷ এই মুহূর্তে যেখানে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷
