রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অধিনায়ক বিরাট কোহলি ২৫, দেবদত্ত পাডিক্কেল ২২ রান করেন। এর পর এস ভরত এবং গ্লেন ম্যাক্সওয়েল ইনিংস এগিয়ে নিয়ে যান। ম্যাক্সি করেন ৩০ বলে হাফ সেঞ্চুরি। ভরত ৩৫ বলে ৪৪। এই জুটি দলকে জয় এনে দেয়। রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনার এভিন লুইস এবং যশস্বী জয়সওয়াল দারুন শুরু করেছিলেন। তবে শেষ ১০ ওভারে ম্যাচ ঘুরে যায়। অধিনায়ক সঞ্জু স্যামসন, লিয়াম লিভিংস্টোন, মহিপাল লোমরর, ক্রিস মরিসরা খুব খারাপ শট খেলে প্যাভিলিয়নে ফিরে যান। ফলে শেষ পর্যন্ত ১৫০ রান তুলতেই কালঘাম ছুটে যায় রাজস্থানের ব্যাটসম্যানদের।
advertisement
আরও পড়ুন- কোন দুজন ক্রিকেটার কোহলির নামে বিসিসিআই-এর কাছে নালিশ করেছিলেন! জানা গেল নাম
আরসিবি এই জয়ের পর এখন প্লে -অফের অন্যতম দাবিদার। বেঙ্গালুরু ১১ টি ম্যাচের মধ্যে ৭ টি জিতেছে। আরেকটি জয় তাদের শেষ চারে নিয়ে যাবে। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের জন্য প্লে অফে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কারণ তারা ১১ টি ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে। এখন রাজস্থানকে পরের তিনটি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে।
গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। আরও একবার বল হাতে কামাল করলেন হার্ষাল প্যাটেল। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও হ্যাটট্রিক করতে পারতে। তবে একটুর জন্য ফস্কে গেল রেকর্ড করার সুযোগ। পর পর দু'বলে ফেরালেন রিয়ান পরাগ ও ক্রিস মরিসকে। তখনই তাঁর সামনে হ্যাটট্রিকের সুযোগ চলে আসে। কিন্তু তৃতীয় বলে উইকেট পাননি তিনি। সেই ওভারের শেষ বলে চেতন সাকারিয়াকে আউট করেন হার্ষাল। শেষ ওভারে তিনটি উইকেট নেন হার্ষাল। আর টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২৬টি উইকেট পেয়েছেন। আইপিএলের একটি মরশুমে ঘরোয়া ক্রিকেটার হিসাবে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড থাকল হার্ষালের নামের পাশে।