তাই অনেকেই বলাবলি শুরু করেছেন টি টোয়েন্টি ফরম্যাটে বিরাটের তুলনায় যোগ্য বেশি রোহিত। রবিবার ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি আরসিবি এবং মুম্বই ইন্ডিয়ানস। দ্বিতীয় পর্যায়ের টুর্নামেন্ট শুরু হওয়ার পর দুটো দলই নিজেদের প্রথম দুটি ম্যাচ হেরেছে। মুম্বই হেরেছে চেন্নাই এবং কেকেআর ম্যাচ। আরসিবি পরাজিত হয়েছে কেকেআর এবং চেন্নাইয়ের কাছে। ফলে দুটো হেভিওয়েট টিমই হারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে।
advertisement
শক্তির বিচারে খুব একটা পার্থক্য নেই দুটো দলের। রোহিত শর্মা, ডি কক, পোলার্ড, সূর্যকুমার, রহুল চাহার, বুমরা যদি মুম্বইয়ের শক্তি হয়ে থাকেন, তাহলে বিরাট, ডিভিলিয়ার্স, ম্যাক্সওয়েল, সিরাজ, চাহালদের আরসিবি শক্তির বিচারে খুব পিছিয়ে নেই। আগের ম্যাচে সিঙ্গাপুরের টিম ডেভিড সুযোগ পেয়ে কিছু করতে পারেননি। তাই মুম্বই ম্যাচে ডেভিড নিউজিল্যান্ডের জেমিসন খেলেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
চাহাল টি টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাননি। তার বদলে যিনি সুযোগ পেয়েছেন তিনি হলেন মুম্বই ইন্ডিয়ানস দলের রাহুল চাহার। তাই এই লড়াইটা হতে চলেছে দুই লেগ স্পিনারের। সব মিলিয়ে দুটো দলেই একাধিক ম্যাচ জেতানো ক্রিকেটার আছে। দুটো দলই মরিয়া থাকবে ম্যাচটা জেতার জন্য। চাপ রয়েছে সমান। জিততেই হবে। না হলে প্লে অফ নিশ্চিত নাও হতে পারে।
আরসিবি র ওপেনার হিসেবে আগের ম্যাচে ভাল খেলেছিলেন বিরাট এবং দেবদত্ত। মিডল অর্ডারের ব্যর্থতার জন্য বড় রান তোলা যায়নি। অন্যদিকে মুম্বই মিডল অর্ডারে সূর্যকুমার, ঈশান, ক্রুনাল, পোলার্ড সেভাবে রান করতে পারছেন না। তবে দুই দলের মুখোমুখি সাক্ষাতে ১৯-১১ এগিয়ে মুম্বই। তাছাড়া কঠিন ম্যাচে জয় ছিনিয়ে আনার ক্ষেত্রে মুম্বইয়ের রেকর্ড বাকিদের তুলনায় অনেক এগিয়ে।