প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২২০ রান করে রাজস্থান রয়্যালস৷ জস বাটলার নাকি ফর্মে নেই, এই মরশুমের আইপিএলে (IPL 2021) একাধিকবার এই প্রশ্ন উঠেছে ৷ কিন্তু ফর্মে ফেরার একেবারে চরম প্রমাণ দিচ্ছেন তিনি একেবারে শতরান হাঁকিয়ে দিলেন তিনি৷ ইংলিশ এই ক্রিকেটারের এই আইপিএলে এটা তাঁর প্রথম শতরান৷ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন৷জস বাটলার চতুর্থ রাজস্থান রয়্যালস প্লেয়ার হিসেবে এই শতরান করলেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ১১টি চার ও ৮ টি ছয় দিয়ে৷ তাঁর শতরানের ইনিংসে ৬৪ বলে ১২৪ রানের৷ সানরাইজার্স হায়দরাবাদের Sunrisers Hyderabad (SRH) বিরুদ্ধে তিনি এই শতরান করলেন৷
advertisement
এদিন অধিনায়ক সঞ্জু স্যামসন ৩৩ বলে ৪৮ রান করেন৷ এঁদের ব্যাটে ভর দিয়েই বিশাল ২২০ রান করে ফেলে তারা৷ এদিন ভুবনেশ্বর কুমার সানরাইজার্স হায়দরাবাদ দলে ফিরলেও একটিও উইকেট পাননি৷
রান তাড়া করতে নেমে মণীশ পান্ডে ও জনি বেয়রিস্তো শুরুটা মন্দ করেননি৷ প্রথম উইকেটে ওঠে ৫৭ রান৷ ২০ বলে ৩১ রান করে আউট হন মণীশ পান্ডে৷ ২১ বলে ৩০ বেয়রিস্তোর৷ একদিন আগে দায়িত্ব পাওয়া অধিনায়ক কেন উইলিয়ামসন ’২১ বলে ২০ রান করেন৷ এরপর একের পর এক উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দরাবাদ৷ ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৬৫ তে থমকে যায় তারা৷ এরফলে ৫৫ রানে ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস৷ রাজস্থানের হয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও ক্রিস মরিস ৩ টি করে উইকেট নেন৷