এই মরশুমের আইপিএল শুরু হবে শুক্রবার ৯ তারিখ৷ তার আগে অনেক দলই আইপিএলের ১৪ তম মরশুমের জন্য জার্সি সামনে আসছে৷ আইপিএলের (Indian Premier League) এই দলের জার্সি রিলিজে স্বাভাবিকভাবেই নেটিজেনরা উচ্ছ্বসিত৷
advertisement
রাজস্থান রয়্যালস দল এই মুহূর্তে মুম্বইতে রয়েছে৷ সেখানেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে ওয়াংখেড়েতে এপ্রিলের ১২ তারিখ নিজেদের প্রথম ম্যাচ খেলবে৷ সোওয়াই মান সিং স্টেডিয়ামে এবারের আইপিএলের কোনও ম্যাচ খেলা হবে না৷ টুর্নামেন্ট খেলা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বই, কলকাতাতে৷ করোনা ভাইরাস অতিমারির কারণে এবারের আইপিএলে একেবারে অন্যরকম ভাবে আয়োজন করা হয়েছে টুর্নামেন্ট৷
প্রতিটা দল চারটি করে ভ্যেনুতে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে৷ ৫৬ টি ম্যাচের ১০ টি করে ম্যাচ হবে চেন্নাই, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরুতে৷ আর আহমেদাবাদ ও দিল্লিতে হবে ৮ টি ম্যাচ৷
প্রতিটা দলই নিউট্রাল ভ্যেনুতে খেলা হবে ম্যাচ৷ কোনও দলই হোম ভ্যেনুতে খেলবে না৷ আইপিএল গর্ভনিং কাউন্সিলে-র বৈঠকে এই সিদ্ধান্ত ক্রীড়াসূচি তৈরির সময়েই চূড়ান্ত হয়েছিল৷
রাজস্থান রয়্যালস আইপিএলের ২০২০ মরশুমে বেশ খারাপ খেলেছিল৷ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত এই টুর্নামেন্টে ১৪ ম্যাচের মধ্যে ৬ টি তে জিতেছিল তারা৷ যার ফলে গত মরশুমে তারা স্টিভ স্মিথ , সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছিল৷
