TRENDING:

IPL 2021: টুপির লড়াই! Orange, Purple Cap-এর দৌড়ে ভারতীয়দের রমরমা, দেখুন সেরা পাঁচের তালিকা

Last Updated:

কমলা টুপির লড়াইয়ে চারজন ভারতীয় ব্যাটসম্যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: আইপিএলের ১৪ তম মরশুমে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ হয়েছে। আর এই সাতটি ম্যাচ পরেই কমলা ও বেগুনি টুপির লড়াই শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর শিখর ধাওয়ান সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় ঢুকে পড়েছেন। রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের সামনে সর্বোচ্চ স্কোরার হিসাবে কেকেআরের নীতিশ রানাকে টপকে যাওয়ার সুযোগ ছিল। বেগুনি টুপি জয়ের দৌড়ে সবার প্রথমে রয়েছেন প্রথম ম্যাচেই পাঁচ উইকেট তুলে নেওয়া হর্ষল প্যাটেল। দিল্লির পেসার আবেশ খানও টপ ফাইভ বোলারদের তালিকায় রয়েছেন।
advertisement

কমলা টুপির লড়াইয়ে ভারতীয় ব্যাটসম্যানদের রমরমা। সেরা পাঁচের তালিকায় একমাত্র গ্লেন ম্যাক্সওয়েল বিদেশি ক্রিকেটার হিসাবে রয়েছেন। তবে বেগুনি টুপির দৌড়ে টপ ফাইভ-এর তালিকায় তিনজন বিদেশি। তবে সবেমাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। এখনও অনেক লড়াই বাকি। এর মধ্যে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে অনেকবার সেরা পাঁচের তালিকা পরিবর্তন হবে। দেখে নেওয়া যাক কমলা টুপি জয়ের লড়াইয়ে এখনও পর্যন্ত কারা এগিয়ে রয়েছেন-

advertisement

১. নীতিশ রানা (KKR)- দুই ম্যাচে ১৩৭ রান করেছেন। ছটি ছক্কা, ১৫টি চার। দুটি হাফ সেঞ্চুরি রয়েছে।

২. সঞ্জয় স্যামসন (RR)- প্রথম ম্যাচেই সেঞ্চুরি। মোট রান ১২৩। ১৩টি চার। সাতটি ছক্কা।

৩. মণীশ পাণ্ডে (SRH)- দুই ম্যাচে ৯৯ রান। পাঁচটি ছক্কা, চারটি বাউন্ডারি। একটি হাফ সেঞ্চুরি।

৪. গ্লেন ম্যাক্সওয়েল (RCB)- দুই ম্যাচে ৯৮ রান। একটি হাফ সেঞ্চুরি। আটটি চার, পাঁচটি ছক্কা।

advertisement

৫. শিখর ধাওয়ান (DC)- দুই ম্যাচে ৯৪ রান। একটি হাফ সেঞ্চুরি। ১১টি চার, দুটি ছক্কা।

বেগুনি টুপির লড়াই-

p style="text-align: justify;">১. হর্ষল প্যাটেল (RCB)- দুই ম্যাচে সাত উইকেট। ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন।

২. আন্দ্রে রাসেল (KKR)- দুই ম্যাচে ৬ উইকেট। ১৫ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন।

৩. আবেশ খান (DC)- দুই ম্যাচে পাঁচ উইকেট। ৩২ রান দিয়ে তিন উইকেট পেয়েছিলেন।

advertisement

৪. রশিদ খান (SRH)- দুই ম্যাচে চার উইকট। ১৮ রান দিয়ে দুই উইকেট নেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৫. ক্রিস ওকস (DC)- দুই ম্যাচে চার উইকেট। ১৮ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন।

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: টুপির লড়াই! Orange, Purple Cap-এর দৌড়ে ভারতীয়দের রমরমা, দেখুন সেরা পাঁচের তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল