কমলা টুপির লড়াইয়ে ভারতীয় ব্যাটসম্যানদের রমরমা। সেরা পাঁচের তালিকায় একমাত্র গ্লেন ম্যাক্সওয়েল বিদেশি ক্রিকেটার হিসাবে রয়েছেন। তবে বেগুনি টুপির দৌড়ে টপ ফাইভ-এর তালিকায় তিনজন বিদেশি। তবে সবেমাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। এখনও অনেক লড়াই বাকি। এর মধ্যে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে অনেকবার সেরা পাঁচের তালিকা পরিবর্তন হবে। দেখে নেওয়া যাক কমলা টুপি জয়ের লড়াইয়ে এখনও পর্যন্ত কারা এগিয়ে রয়েছেন-
advertisement
১. নীতিশ রানা (KKR)- দুই ম্যাচে ১৩৭ রান করেছেন। ছটি ছক্কা, ১৫টি চার। দুটি হাফ সেঞ্চুরি রয়েছে।
২. সঞ্জয় স্যামসন (RR)- প্রথম ম্যাচেই সেঞ্চুরি। মোট রান ১২৩। ১৩টি চার। সাতটি ছক্কা।
৩. মণীশ পাণ্ডে (SRH)- দুই ম্যাচে ৯৯ রান। পাঁচটি ছক্কা, চারটি বাউন্ডারি। একটি হাফ সেঞ্চুরি।
৪. গ্লেন ম্যাক্সওয়েল (RCB)- দুই ম্যাচে ৯৮ রান। একটি হাফ সেঞ্চুরি। আটটি চার, পাঁচটি ছক্কা।
৫. শিখর ধাওয়ান (DC)- দুই ম্যাচে ৯৪ রান। একটি হাফ সেঞ্চুরি। ১১টি চার, দুটি ছক্কা।
বেগুনি টুপির লড়াই-
p style="text-align: justify;">১. হর্ষল প্যাটেল (RCB)- দুই ম্যাচে সাত উইকেট। ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন।
২. আন্দ্রে রাসেল (KKR)- দুই ম্যাচে ৬ উইকেট। ১৫ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন।
৩. আবেশ খান (DC)- দুই ম্যাচে পাঁচ উইকেট। ৩২ রান দিয়ে তিন উইকেট পেয়েছিলেন।
৪. রশিদ খান (SRH)- দুই ম্যাচে চার উইকট। ১৮ রান দিয়ে দুই উইকেট নেন।
৫. ক্রিস ওকস (DC)- দুই ম্যাচে চার উইকেট। ১৮ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন।