দলের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ভালো পারফর্ম করছে না৷ মুম্বইয়ের বিরুদ্ধে ওয়ার্নার ও বেয়রস্তো ভালো শুরু করেছিলেন৷ কিন্তু এরা আউট হতেই সব গণ্ডগোল৷ ভুবনেশ্বর কুমার বল হাতে সেরকম ভালো পারফর্ম করেননি৷ তিনি মাত্র ২ টি উইকেট নিয়েছেন৷
পঞ্জাব শুরু ভালো করেই একেবারে পড়ে গেছে৷ কিন্তু তাদের একটা ভালো স্পিনারের অভাব ভোগাচ্ছে৷
advertisement
পঞ্জাব ও হায়দরাবাদের ড্রিম ১১
অধিনায়ক - কেএল রাহুল
সহ অধিনায়ক - জনি বেয়রিস্তো
ব্যাটসম্যান- ডেভিড ওয়ার্নার, ময়ঙ্ক আগরওয়াল, শাহরুখ খান, মণীষ পান্ডে
অলরাউন্ডার - দীপক হুডা
বোলার- রশিদ খান, ভুবনেশ্বর কুমার,ঝেই রিচার্ডসন, অর্শদীপ সিং
Location :
First Published :
April 21, 2021 2:39 PM IST
