দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) প্লে অফে খেলা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে ৷ লড়াইটা এখন পয়েন্ট টেবলের চতুর্থ স্থানকে নিয়ে ৷ সেই লড়াইয়ে রয়েছে কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷
১৩ ম্যাচ খেলে কলকাতা এবং মুম্বই দু’দলেরই পয়েন্ট সমান, ১২ ৷ কিন্তু নেট রান রেটে মুম্বইয়ের (-০.০৪৮) থেকে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স (+০.২৯৪) ৷
বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে জিতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের রাস্তা পাকা করে ফেলার সুযোগ রয়েছে নাইটদের। এরপর, আগামিকাল শুক্রবার মুম্বই খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে শুধু জেতা নয়, বড় ব্যবধানে জেতার কথা ভাবতে হবে রোহিত শর্মাদের। তা না হলে এ বারের আইপিএল-এ লিগ পর্বেই থেমে যাবে গত বারের চ্যাম্পিয়নদের যাত্রা ৷
তাই আজকের ম্যাচ শুধু জিতলেই শান্তি নেই কেকেআরের ৷ আগামিকাল, মুম্বই-হায়দরাবাদ ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে মর্গ্যান ব্রিগেডকে ৷ এখনও পর্যন্ত নেট রান রেটের বিচারে অনেকটাই এগিয়ে কেকেআর ৷