এছাড়া কে এল রাহুলের রানআউটের জন্য তিনি দারুণ পারফর্ম করেন৷ তাঁর ব্রিলিয়ান্ট থ্রো-তেই আউট হয়ে যান তিনি ৷ এই ফিল্ডিংয়ের জন্য সকলেই ধন্য ধন্য করেন৷ তাঁর হাত তালুবন্দি হয়েই ১০ রানেই প্যাকআপ হয়ে যান ক্রিস গেইলকে (Chris Gayle)৷
দেখে নিন রবীন্দ্র জাদেজার দুরন্ত ফিল্ডিং-র মুহূর্ত
জাদেজার পারফরম্যান্সে মজেছেন সকলেই৷ তাঁর পারফরম্যান্সের প্রশংসায় আসে একের পর এক ট্যুইট৷ যা কুর্নিশ করছে তাঁর উড়ন্ত পারফম্যান্সকে৷
প্রথম ম্যাচে চেন্নাইয়ের এই বোলিং অ্যাটাক নিয়ে ছেলেখেলা করেছিলেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। এক ম্যাচে এত পরিবর্তন সেই বোলিংয়ের! চেন্নাইয়ের সেই বোলিং অ্যাটাক পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিংকে নাস্তানাবুদ করে ছাড়ল। দলে কেএল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়ালের মতো ব্যাটিং তারকারা রয়েছেন। তবুও পাঞ্জাবের ইনিংশ শেষ হল মাত্র ১০৬ রানে। ওয়াংখেড়ের এই উইকেট ব্যাটিংয়ের জন্য একটু কঠিন ছিল বটে। আর সেটা বোধ হয় আগেভাগেই ধোনি নিজের ক্রিকেটীয় মস্তিষ্কের সাহায্যে বুঝতে পেরেছিলেন। সেই জন্যই তিনি এদিন টসে জিতেও ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ধোনির ক্রিকেটীয় জ্ঞান আরও একবার তাঁকে জয় এনে দিল। ওয়াংখেড়েতে পাঞ্জাবকে হারিয়ে অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে নিল চেন্নাই সুপার কিংস।
