প্রথম ম্যাচে খালি হাতে ফিরলেনও দ্বিতীয় ম্যাচে পঞ্জাব টপ অর্ডারকে একেবারে শেষ করে দেন তিনি৷ টপ অর্ডারের পাঁচ জনের মধ্যে চারজনই তাঁর বিষাক্ত বোলিংয়ের শিকার৷ প্রথমেই ময়ঙ্ক আগরওয়ালের আউটসাইড এজ লেগে স্টাম্প উড়ে যায়৷ এরপর শান্ত দ্বিতীয় ওভারের পর তার জোড়া ধাক্কায় পঞ্জাব দলের মেরুদণ্ডের মধ্যে দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়৷ তিনি পরপর তুলে নেন ক্রিস গেইল (Chris Gayle) নিকোলাস পুরান (Nicholas Pooran)-কে ৷ তিনটি বলের মধ্যে এই দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি৷ তাঁকে দিয়ে একবারেই স্পেল করিয়ে নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ৷ নিজের ২০০ তম ম্যাচে (MS Dhoni 200 match) ধোনির এই সিদ্ধান্ত কামাল হয়ে যায়৷ শেষ ওভারে দীপক হুডাকে আউট করে চার উইকেট ঝোলায় ভরে নেন দীপক চাহার৷ তাঁর এদিনের পরিসংখ্যান ৪/১৩৷
advertisement
দীপকের এই পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ধন্য ধন্য৷ টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) তাঁকে স্যালুট করেন৷
এছাডা়ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ তিনিও উচ্ছ্বসিত প্রশংসায় দীপককে ভরিয়ে দিয়েছেন৷ তিনি বলেছেন ভাগ্য সঙ্গ না দেওয়ায় তিনি ভারতীয় ক্রিকেট দলের ক্ষুদ্রতম ফর্ম্যাটে নেই৷ তিনি আরও যোগ করে বলেন খুব একটা আগেও নয় যখন তিনি বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন৷ যা টি টোয়েন্টি ওয়ার্ল্ড রেকর্ড৷
একই ভাবে দীপকের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ইরফান পাঠানও৷ নিজের মাইক্রোব্লগিং সাইটের জন্য তিনি ট্যুইট করেছেন৷
দীপক চাহারের দুরন্ত বোলিংয়ে ভর দিয়ে সিএসকে পঞ্জাবকে ৮ উইকেটে ১০৬ রান করে৷
