স্থানীয় বাসিন্দারা ভয় পাচ্ছেন বিভিন্ন ক্রিকেট দলগুলি এলেই প্রচুর মানুষ এখানে ভিড় করবেন৷ তাঁরা নিজেদের ফেভারিট তারকাদের এক ঝলক দেখার জন্য সেখানে জড়ো হবেন৷ ইতিমধ্যেই সেখানের বিভিন্ন বাড়ি সিল করে দেওয়া হয়েছে৷ মেরিন ড্রাইভ রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের এক সদস্য জানিয়েছেন তাঁরা আবেদন করেছেন ম্যাচ এমন ভ্যেনুতে সরিয়ে দেওয়া হক যেটা মানুষের বসবাসের এলাকা নয়৷
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘রাজ্য সরকাররা ধর্মীয় ও সামাজিক কাজকর্ম যেমন বিয়ে, মৃত্যু সংক্রান্ত অনুষ্ঠানে বিভিন্ন বাধা নিষেধ জারি করছেন সেখানে এরকম একটা জিনিসকে এই খারাপ সময়ে কী করে ছাড় দেওয়া হল৷ আইপিএলের জনপ্রিয়তা ও মাত্রার কথা মাথায় রেখে কী করে এই সম্মতি দেওয়া হল৷ ’’
আরেক বাসিন্দার মতে . ‘‘প্রত্যেক বছর ম্যাচের সময় এলাকায় প্রচুর পার্কিং সংক্রান্ত বিধিনিষেধ থাকে যা সিনিয়র বাসিন্দাদের জন্য খুবই অনভিপ্রেত বিশেষত এই কোভিডের সময়৷ ’’
১১ গ্রাউন্ড স্টাফ এই মুহূর্তে করোনা পজিটিভ৷ প্লেয়াররা যেরকমভাবে একটা জায়গার মধ্যে থাক গ্রাউন্ড স্টাফরা সেভাবে থাকতেন না৷ তাঁরা সাধারণত ট্রেনে করে নিয়মিত যাতায়াত করতেন৷ এমসিএ এখন তাদের থাকার ব্যবস্থা করেছে৷ তারা এই সময়টা পুরোটাই স্টেডিয়ামের মধ্যে থাকবে৷ তবুও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভবনা অত্যন্ত জোরালো৷
এদিকে শুধু এঁরা নয় সম্প্রচারকারী সংস্থার ১৪ জন ইতিমধ্যেই করোনা পজিটিভ হয়েছেন৷ সম্প্রচারকারী সংস্থার সদস্যরা সকলেই মুম্বইয়ের ফোর সিজনস হোটেলে ছিলেন সেখানেই তাঁরা পজিটিভ হন৷ দলে রয়েছেন ডিরেক্টর, ইভিএস অপরেটর্স , প্রডিউসার, ক্যামেরাম্যান ও ভিডিও এডিটর ৷
