পরপর ২ বার করোনা ভাইরাসের কারণে আইপিএল ম্যাচ চলাকালীন মাঠে দর্শকরা থাকতে পারবেন না৷ ফলে আইপিএল ফ্যানদের পুরোপুরি নজর রাখতে হবে হয় মোবাইলে নয় টিভি পর্দায়৷ এবারের আইপিএল খেলা হবে চেন্নাই, মুম্বই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লি ও কলকাতায়৷ কিন্তু কোনও দলই নিজেদের হোমগ্রাউন্ডে কোনও ম্যাচ খেলবে না৷
কখন শুরু হবে আইপিএল ম্যাচ ?
advertisement
আইপিএল ২০২১ প্রথম ম্যাচ ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটায় হবে৷ টস হবে সন্ধ্যা সাতটায়৷
আইপিএল ২০২১ প্রথম ম্যাচ কোথায় হবে?
আইপিএল ২০২১ প্রথম ম্যাচ ৯ এপ্রিল শুক্রবার খেলা হবে৷ ম্যাচ হবে চেন্নাইতে৷
টিভিতে আইপিএল ২০২১ -র সম্প্রচারের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
আইপিএল ২০২১ -র ম্যাচের সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ সেখানেই দেখতে পাবেন দর্শকরা৷
ভিভো আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন৷
আইপিএল ২০২১ -র ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে ডিজনি হট স্টারে ৷ এছাড়া আপডেটসের জন্য নিজেদের ওয়েবসাইট নিউজ ১৮ বাংলায় নজর রাখতে পারেন৷
MUMBAI INDIANS স্কোয়াড
Rohit Sharma (C), Adam Milne, Aditya Tare, Anmolpreet Singh, Anukul Roy, Arjun Tendulkar, Chris Lynn, Dhawal Kulkarni, Hardik Pandya, Ishan Kishan, James Neesham, Jasprit Bumrah, Jayant Yadav, Kieron Pollard, Krunal Pandya, Marco Jansen, Mohsin Khan, Nathan Coulter-Nile, Piyush Chawla, Quinton de Kock, Rahul Chahar, Saurabh Tiwary, Suryakumar Yadav, Trent Boult, Yudhvir Singh Charak
ROYAL CHALLENGERS BANGALORE স্কোয়াড
Virat Kohli (C), AB de Villiers, Adam Zampa, Daniel Christian, Daniel Sams, Devdutt Padikkal, Glenn Maxwell, Harshal Patel, Joshua Philippe, Kane Richardson, KS Bharat, Kyle Jamieson, Mohammed Azharuddeen, Mohammed Siraj, Navdeep Saini, Pavan Deshpande, Rajat Patidar, Sachin Baby, Shahbaz Ahmed, Suyash Prabhudessai, Washington Sundar, Yuzvendra Chahal
