এই হারই একমাত্র দুঃখের কারণ নয়৷ রোহিতের ওপর ১২ লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছে৷ রোহিতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ৷ মুম্বই দল নির্ধারিত সময়ের মধ্যে পুরো ওভার বল করতে পারেনি৷ এবারের আইপিএলে এটা মুম্বইয়ের প্রথম ভুল৷ আর আইপিএল নিয়ম বিধি অনুযায়ি তাদের দোষী বলা হয়েছে৷
এর আগে-র নিয়ম-
আসলে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ি ৯০ মিনিটের মধ্যেই প্রতিটা দলেক ২০ ওভার বল করতে হবে৷ এর আগে নিয়ম ছিল ২০ তম ওভার ৯০ মিনিটে শুরু করা যেতে পারে৷ কিন্তপ এখন সেই নিয়ম বদলে হয়েছে ৯০ মিনিটের মধ্যে ২০ ওভার শেষ করতে হবে৷ ৯০ মিনিটের মধ্যই দু‘বার আড়াই মিনিট করে টাইম আউট দেওয়া হবে৷ এর অর্থ এক ঘণ্টায় যে কোনও দলকেই ১৪.১১ ওভার বল করতে হচ্ছে৷
advertisement
এদিকে ধোনি যদি এই ভুল করেন তাহলে তাঁর ওপর ব্যানের শাস্তি নেমে আসবে৷ আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ি প্রথম বার এই নিয়ম ভাঙলে ১২ লক্ষ টাকা জরিমানা করা হবে৷ আর দু‘টি ম্যাচে এই ভুল করলে অধিনায়ককে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে৷
