TRENDING:

IPL 2021: রোহিতের মাথায় বাজ, ম্যাচে হারের পর আবার ১২ লক্ষ টাকার খেসারত!

Last Updated:

রোহিত শর্মা (Rohit Sharma) -র নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দিল্লি ক্যাপিটাল্স (Delhi Capitals) -র কাছে ১৩ তম ম্যাচে ৬ উইকেটে হেরেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: রোহিত শর্মা (Rohit Sharma) -র নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দিল্লি ক্যাপিটাল্স  (Delhi Capitals) -র কাছে ১৩ তম ম্যাচে ৬ উইকেটে হেরেছে৷ মুম্বইকে এরকম দুরন্ত হারানোর পর দিল্লি মুম্বইয়ের বিরুদ্ধে লাগাতার পাঁচ হারের ধারা ভেঙে দিয়েছে৷ প্রথমে ব্যাট করে মুম্বই দিল্লিকে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছিল৷ রান তাড়া করতে নেমে ঋষভ পন্থের দল ৫ বল বাকি থাকতেই ৪ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ এবারের আইপিএলে মুম্বইয়ের এটা দ্বিতীয় হার৷
Rohit Sharma fined in IPL 2021 -Photo- PTI
Rohit Sharma fined in IPL 2021 -Photo- PTI
advertisement

এই হারই একমাত্র দুঃখের কারণ নয়৷ রোহিতের ওপর ১২ লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছে৷ রোহিতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ৷ মুম্বই দল নির্ধারিত সময়ের মধ্যে পুরো ওভার বল করতে পারেনি৷ এবারের আইপিএলে এটা মুম্বইয়ের প্রথম ভুল৷ আর আইপিএল নিয়ম বিধি অনুযায়ি তাদের দোষী বলা হয়েছে৷

এর আগে-র নিয়ম-

আসলে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ি ৯০ মিনিটের মধ্যেই প্রতিটা দলেক ২০ ওভার বল করতে হবে৷ এর আগে নিয়ম ছিল ২০ তম ওভার ৯০ মিনিটে শুরু করা যেতে পারে৷ কিন্তপ এখন সেই নিয়ম বদলে হয়েছে ৯০ মিনিটের মধ্যে ২০ ওভার শেষ করতে হবে৷ ৯০ মিনিটের মধ্যই দু‘বার আড়াই মিনিট করে টাইম আউট দেওয়া হবে৷ এর অর্থ এক ঘণ্টায় যে কোনও দলকেই ১৪.১১ ওভার বল করতে হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

এদিকে ধোনি যদি এই ভুল করেন তাহলে তাঁর ওপর ব্যানের শাস্তি নেমে আসবে৷ আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ি প্রথম বার এই নিয়ম ভাঙলে ১২ লক্ষ টাকা জরিমানা করা হবে৷ আর দু‘টি ম্যাচে এই ভুল করলে অধিনায়ককে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: রোহিতের মাথায় বাজ, ম্যাচে হারের পর আবার ১২ লক্ষ টাকার খেসারত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল