সিইও জানিয়েছেন শুধু সিএসকে-র চেন্নাইতে পৌঁছে গেছেন৷ বরং দুবাই রওনা হওয়ার জন্য প্রথমেই সেখানে কোয়ারেন্টাইন থাকছে৷ সিএসকে সিইও -র বিশ্বাস এই মামলাটা দেখছে বিসিসিআই, পাশাপাশি যাতে তাড়াতাড়ি অনুমতি পাওয়া যায় সেটা দেখতে হবে৷
advertisement
তিনি আরও জানিয়েছেন তাঁর দৃঢ় বিশ্বাস বুধবারের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে নামার অনুমতি পেয়ে যাবেন৷ সূচি অনুযায়ি ১৩ অগাস্ট ইউএই তে পৌঁছে যাওয়ার প্লেনে উঠে যাবেন৷ যদি এটা না হয় তাহলে সেটা আরও কয়েকদিন পিছিয়ে দেওয়া যাবে৷ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবিন উত্থাপ্পা, কর্ণ শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়রা চেন্নাই পৌঁছে গেছেন৷
advertisement
Location :
First Published :
August 11, 2021 11:00 AM IST