TRENDING:

IPL 202: UAE তে নামার অনুমতি পাচ্ছে না CSK, কী করবেন ধোনিরা

Last Updated:

আইপিএল ২০২১ -র দ্বিতীয় পর্বে খেলা শুরু হবে আগামী মাস থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: আইপিএল ২০২১-র   (IPL 2021 Phase 2)  দ্বিতীয় পর্বের খেলা আগামী মাস থেকে শুরু হবে৷ দ্বিতীয় পর্বের এই খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)৷ কিন্তু চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সহ অনেক খেলোয়াড় চেন্নাই পৌঁছে গেছেন৷ আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল ধোনির চেন্নাই সুপার কিংস৷ কিন্তু এই ধারণাতেও ফের ঝটকা লাগতে পারে৷ ১৩ অগাস্ট দুবাই যাওয়ার কথা চেন্নাই সুপার কিংসের৷ কিন্তু এই পরিকল্পনায় একটা বড় কালো মেঘ জমেছে৷ ফ্রাঞ্চাইজি এখনও অবধি সংযুক্ত আরব আমিরশাহি সরকারের পক্ষ থেকে দুবাইতে নামার অনুমতি পায়নি৷ ইনসাইড স্পোর্টসের খবর অনুযায়ি ফ্রাঞ্চাইজি সিইও কাশী বিশ্বনাথন বলেছেন , ‘‘আমাদের সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছনোর জন্য সরকারের অনুমতি জরুরি আর এর অপেক্ষা করছি, আমরা এখনও অনুমতি পায়নি৷ ’’
ipl 2021: ms dhoni's chennai super kings yet to recieve permission to land in uae on 13 august for phase 2- CSK/Twitter
ipl 2021: ms dhoni's chennai super kings yet to recieve permission to land in uae on 13 august for phase 2- CSK/Twitter
advertisement

সিইও জানিয়েছেন শুধু সিএসকে-র চেন্নাইতে পৌঁছে গেছেন৷ বরং দুবাই রওনা হওয়ার জন্য প্রথমেই সেখানে কোয়ারেন্টাইন থাকছে৷ সিএসকে সিইও -র বিশ্বাস এই মামলাটা দেখছে বিসিসিআই, পাশাপাশি যাতে তাড়াতাড়ি অনুমতি পাওয়া যায় সেটা দেখতে হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তিনি আরও জানিয়েছেন তাঁর দৃঢ় বিশ্বাস বুধবারের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে নামার অনুমতি পেয়ে যাবেন৷ সূচি অনুযায়ি ১৩ অগাস্ট ইউএই তে পৌঁছে যাওয়ার প্লেনে উঠে যাবেন৷ যদি এটা না হয় তাহলে সেটা আরও কয়েকদিন পিছিয়ে দেওয়া যাবে৷ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবিন উত্থাপ্পা, কর্ণ শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়রা চেন্নাই পৌঁছে গেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 202: UAE তে নামার অনুমতি পাচ্ছে না CSK, কী করবেন ধোনিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল