কিন্তু এত টাকার বিপরীতে কিছুই করতে পারেননি মরিস। আরব আমিরাতে চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে চার ওভারে ৫০ রান দিয়েছেন। এখন তার একাদশে সুযোগ পাওয়াই মুশকিল! এখন পর্যন্ত বল হাতে মরিসের শিকার ১৪ উইকেট। কিন্তু ব্যাট হাতে তার পারফর্মেন্স করুণ। ১০ ম্যাচের ৬ ইনিংসে করেছেন ৬৭ রান।
advertisement
একই দলের হয়ে বল হাতে প্রতিপক্ষের আতঙ্ক হয়ে দেখা দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে ছাড়া একাদশ সাজানোর কথা ভাবতেই পারে না রাজস্থান। এখন পর্যন্ত দুই পর্ব মিলিয়ে প্রতিটি ম্যাচেই খেলেছেন মুস্তাফিজ। কিন্তু ১৬ কোটির মরিস দ্বিতীয় পর্বে একদম নিষ্প্রভ। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তাকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন রাজস্থান রয়েলস ডিরেক্টর কুমার সাঙ্গাকারা।
রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটে হারের পর সাঙ্গাকারা বলেন, 'মরিস টুর্নামেন্টের প্রথম পর্বে দারুণ পারফর্ম করেছে। আরব আমিরাত পর্বে সে নিয়মিত হতাশ করে যাচ্ছে। অবশ্য এটা তারও বোঝার কথা। ব্যাঙ্গালুরুর বিপক্ষে চার ওভারে ৫০ রান দিয়েছে। তার শেষ ওভার ছিল টার্নিং পয়েন্ট। আমরা সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়েছি। পরবর্তী ম্যাচে আমরা ভেবেচিন্তে একাদশ সাজাব। প্রতিপক্ষের শক্তিমত্তা বিচার করেই ক্রিকেটারদের একাদশে রাখা হবে।'
বয়স হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের। নিজের সেরা সময় পেছন ফেলে এসেছেন। কুমার সাঙ্গাকারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মরিসের থেকে দলের যা প্রত্যাশা ছিল সেটা তিনি মেটাতে পারেননি। এই কথাতেই স্পষ্ট আইপিএলের এই পর্বে শুধু নয়, হয়তো পরের পর্বেও ক্রিস মরিসের আইপিএল ক্যারিয়ার শেষ হতে চলেছে। পাশাপাশি রাজস্থানের তিন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস, বাটলার এবং আর্চার না থাকার ফলে প্রথম বারের চ্যাম্পিয়নদের শক্তি যে অর্ধেক হয়ে গিয়েছে, তাতে সন্দেহ নেই।