TRENDING:

IPL 2021: হায় রে পোড়া কপাল, আইপিএলের উদ্বোধনী ম্যাচে Mumbai Indians-র পারফরম্যান্স জানেন!

Last Updated:

Mumbai Indians vs RCB -র প্রথম ম্যাচ আইপিএল ২০২১ -র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই : মুম্বই ইন্ডিয়ান্স  (Mumbai Indians) আইপিএলের  ইতিহাসের সবচেয়ে সফল দল হলেও এদিন আইপিএলের (IPL 2021) ওপেনিং ম্যাচ (IPL Opening Match) খেলার আগে দুরুদুরু বক্ষেই নামবে৷ কারণ ২০১৩ সাল থেকে আইপিএলের ওপেনিং ম্যাচে লাগাতার হেরে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ গত আট মরশুম ধরে লাগাতার একটাও প্রথম ম্যাচে জিততে পারেনি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স৷ মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে৷ মুম্বই ইন্ডিয়ান্স ২০১৩ , ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ তে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে৷ এইবছর যদি তারা ফের খেতাব জেতে তাহলে আইপিএল জয়ের হ্যাটট্রিক করে ফেলবে তারা৷
advertisement

আজ সন্ধ্যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে খেলতে নেমে রোহিতের মুম্বই নিজেদের পুরোন কালো রেকর্ড ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার৷

আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স (৪ এপ্রিল ২০১৩) - শেষ ওভার অবধি খেলা গড়িয়েছিল মুম্বই এই ম্যাচে ২ রানে হেরে গিয়েছিল৷ আরসিবি ২০ ওভারে ১৫৬ রান করেছিল৷ আর মুম্বইয়ের শেষ ওভারে ১০ রান দরকার  ছিল যা মুম্বই করতে পারেনি৷

advertisement

কেকেআর বনাম মুম্বই (১৬ এপ্রিল ২০১৪) -নাইটরা প্রথম ব্যাট করে ১৬৩ রান করেছিল৷ ম্যাচে নাইট বোলারদের শানদার পারফরম্যান্সে মুম্বই ৪১ রান পিছনে থেকে গিয়েছিল মুম্বই৷

কেকেআর বনাম মুম্বই (৮ এপ্রিল ২০১৫) - মুম্বইয়ের দ্বিতীয় ট্রফি জয়ের বছরে তারা ফের একবার ওপেনিং ম্যাচে হেরেছিল৷ মুম্বই ১৬৮ রান করেছিল৷ গম্ভীরের অর্ধ শতরানের সৌজন্যে কলকাতা ৯ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল তারা৷

advertisement

রাইজিং পুণে সুপার জায়ান্ট বনাম মুম্বই (৯ এপ্রিল ২০১৬) - আরপিএসের কাছে ৯ উইকেটে হেরে গিয়েছিল মুম্বই৷ প্রথমে ব্যাট করে ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি মুম্বই৷ হরভজন সিং ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ১০০ রান সহজেই টপকে যায়৷ পাঁচ ওভার হাতে থাকতেই ম্যাচ জিতে যায় তারা৷

রাইজিং পুণে সুপার জায়ান্ট বনাম মুম্বই (৬ এপ্রিল ২০১৭) - ১৮৪ কা করেও মুম্বই ইন্ডিয়ান্স হেরে গিয়েছিল৷ অজিঙ্ক রাহানে ও স্টিভ স্মিথের যোজনার কাছে মাত হয়ে যায় তারা ৷ এক বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় রাইজিং পুণে৷ এবারের খেতাব গিয়েছিল মুম্বইয়ের ঘরে৷

advertisement

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (৭ এপ্রিল ২০১৮) - এটা একেবারে রুদ্ধশ্বাস ম্যাচ ছিল৷ মুম্বই এই ম্যাচে ১৬৫ রান করেছিল৷ সূর্যকুমার যাদব ও ইশান কিষণ ভালো খেলেছিলেন৷ এদিকে চেন্নাই ১৬.৩ ওভারে ৮ উইকেটে ১১৮ রান করেও ম্যাচ জিতে গিয়েছিল৷ ব্র্যাভো ৩০ বলে ৬৮ রান করে ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন৷

advertisement

দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২৪ মার্চ ২০১৯)- ঋষভ পন্থ ২৭বলে ৭৮ রান করেছিলেন, যার সুবাদে ৬ উইকেটে ২১৩ রান হয়েছিল৷ দিল্লি ৩৭ রানে সহজে ম্যাচ জিতেছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই (১৯ সেপ্টেম্বর ২০২০)- চেন্নাই সুপার কিংসের মতো দলের পক্ষে ১৬২ রান কোনও বড় টার্গেট নয়৷ অম্বাতি রায়ডু ও ফ্যাফ ডুপ্লেসিস দারুণ ইনিংস খেলে চেন্নাইকে ম্যাচ জিতিয়ে দেন৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: হায় রে পোড়া কপাল, আইপিএলের উদ্বোধনী ম্যাচে Mumbai Indians-র পারফরম্যান্স জানেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল