এ দিন প্রথম দফায় দল পাননি হরভজন, করুণ নায়াররা৷ পরে তাঁদের নাম উঠতেই কিনে নেয় কলকাতা৷ গত বছর আইপিএল-এ চেন্নাই দলে থাকলেও খেলেননি হরভজন৷ কেকেআর-এ সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের মতো স্পিনাররা রয়েছেন৷ এবার কেনা হয়েছে বাংলাদেশের শাকিব আল হাসানকে৷ তার পরেও দলে নেওয়া হল হরভজনকে৷ মনে করা হচ্ছে, প্রথম এগারোয় না থাকলেও নিজের অভিজ্ঞতা দিয়ে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের সাহায্য করতে পারবেন হরভজন৷ তবে করুণ নায়ার দলে আসায় দলের ওপেনিং সমস্যা যেমন মিটবে, সেরকমই মিডল অর্ডারেও প্রয়োজনে তিনি দলকে ভরসা দিতে পারবেন৷ আর আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে থাকছেন বেন কাটিং৷ অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করতে পারেন৷
advertisement
হাতে বেশি টাকা ছিল না৷ তাই নিলামে বুঝেশুনে পা ফেলেছে কলকাতা নাইট রাইডার্স৷ নিলামের প্রথম দু' ঘণ্টায় শাকিব আল হাসান ছাড়া আর কোনও ক্রিকেটারকে কেনেনি কলকাতা৷ পরে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান শেল্ডন জ্যাকসনকেও দলে নেয় কলকাতা৷ এর আগেও কলকাতার হয়ে খেলেছেন পুদুচেরির এই ক্রিকেটার৷
নিলামের শেষ দিকে অবশ্য পর পর বেশ কয়েকজন ক্রিকেটারকে তুলে নেয় কেকেআর৷ হরভজন সিং, করুণ নায়ার, বেন কাটিংয়ের পাশাপাশি আরও এক বাঁহাতি স্পিনার পবন নেগিকেও দলে নিয়েছে কেকেআর৷ দলে নেওয়া হয়েছে মধ্যপ্রদেশের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে৷ হিমাচল প্রদেশের তরুণ মিডিয়াম পেসার বৈভব অরোরাকেও ২০ লক্ষ টাকায় কিনেছে শাহরুখ খানের দল৷