TRENDING:

KKR vs RCB IPL Match Rescheduled: Chakravarthy, Warrier কোভিড পজিটিভ, ভেস্তে গেল নাইটদের ম্যাচ

Last Updated:

প্যাট কামিন্স কোভিড পজিটিভ! এমন খবর লিখেছে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম ফক্স স্পোর্টস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে আগেই দাবি করা হয়েছিল একাধিক কেকেআর প্লেয়ার ও সাপোর্ট স্টাফ পজিটিভ আর সেটাই সত্যি হল৷ সোমবার সকালে কেকেআর ম্যানেজমেন্ট জানিয়ে দিল বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র করোনা পজিটিভ হয়েছেন৷ বায়োবাবলে থেকেও কীভাবে করোনাগ্রস্ত হতে পারেন তা নিয়ে আইপিএলের দিকে প্রশ্নের আঙুল৷
Huge IPL blow as Cummins’ teammate reportedly tests positive for COVID-19- Photo Courtesy- Twitter
Huge IPL blow as Cummins’ teammate reportedly tests positive for COVID-19- Photo Courtesy- Twitter
advertisement

একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএল ২০২১   (IPL 2021 ) চলাকালীনই দেশে ফিরে যেতে চাইছেন৷ তাঁরা তাঁদের দল থেকে অব্যহতি চেয়েছেন ভারতে ক্রমান্বয়ে বাড়তে থাকা করোনা অতিমারি সংক্রমণের জন্য৷ অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম ফক্স স্পোর্টসে প্রকাশিত খবর অনুযায়ি কলকাতা নাইটা রাইডার্সের মধ্যে থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার মারাত্মক এই খবর জানিয়েছেন  যে প্যাট কামিন্স ( Pat Cummins) কোভিড পজিটিভ (testing positive for the virus)৷

advertisement

এদিকে অস্ট্রেলিয়ার পিটার লালোর ট্যুইট করে জানিয়েছেন সপ্তম স্থানে থাকা দল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হত৷ সেই ম্যাচ ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে এমনকি ম্যাচ বাতিলও করা হয়েছে এমনটাই খবর প্রকাশ করেছে Fox Sports৷

আরসিবি-র জন্য দুজন অস্ট্রেলিয়ান খেলেন তাঁরা হলেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ড্যানিয়েল স্যামস৷

এই খবর সামনে আসে যখন Fairfax খবর প্রকাশ করে কেকেআরের (Kolkata Knight Riders) একাধিক ক্রিকেটার ও সদস্য নিজেদের আইসোলেট করে রেখেছেন তাঁর প্রত্যেকেই অসুস্থ৷ তবে তাঁদের রোগটা কোভিড ১৯ (COVID-19) কিনা তা জানা যায়নি৷

advertisement

দলে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্স , ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, ওয়েস্ট ইন্ডিজের দাপুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল ও অলরাউন্ডার সুনীল নারিন৷ তারকা রয়েছে শুভমান গিল ও দীনেশ কার্তিক ৷

সেরা ভিডিও

আরও দেখুন
এই মিষ্টি না থাকলে, লক্ষ টাকার নৈবেদ্যেও অসম্পূর্ণ! কালীপুজোয় 'মাস্ট' কী সেই জিনিস?
আরও দেখুন

বর্তমানে আইপিএল প্লেয়ারদের রোজ কোভিড  (COVID-19) পরীক্ষা করা হয়৷ তাঁরা সুরক্ষিত বায়োবাবলে থাকেন৷ খারাপ ভাবে করোনা ভাইরাস অতিমারিতে ঝঞ্ঝা বিধ্বস্ত৷  ইতিমধ্যে ভারত থেকে ৪০ জন অস্ট্রেলিয়ান ফিরে গেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
KKR vs RCB IPL Match Rescheduled: Chakravarthy, Warrier কোভিড পজিটিভ, ভেস্তে গেল নাইটদের ম্যাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল