হর্ষল প্যাটেল মুম্বই ইন্ডিয়ান্সের দুরন্ত গতিকে একেবারে বেলাইন করে দেন ৷ ১৬ তম ওভারে তিনি হার্দিক পান্ডিয়াকে আউট করে দেন, এরপর ১৮ তম ওভারে ইশান কিষাণকে আউট করে গতি পুরোপুরি রুদ্ধ করে দেন৷ আর ম্যাচের শেষ ওভারে একেবারে বিষাক্ত বোলিংয়ে তছনছ করে দেন তিনি৷ এই ওভারে ক্রুণাল, পোলার্ড ও মার্কো জেনসনকে উইকেট তুলে নেন আর মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ১৫৯/৯৷ আর হর্ষল প্যাটেল মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ উইকেট তুলে নেওয়া প্রথম বোলার হলেন৷ যা আইপিএলের ইতিহাসে নজির৷
advertisement
হরিয়ানার এই ক্রিকেটার জানিয়েছেন শেষ ওভারে ব্যাট বল সামাণ্য আটকে আসছিল ৷ এতেই তিনি বুঝে গিয়েছিলেন যে বল কীভাবে করতে হবে৷ বিপক্ষ দলের ক্রিকেটার দেখে সবসময় বল করা যায় না কিন্তু নিজের প্ল্যানিংয়ে ঠিক থেকে বল করলে সাফল্য আসবেই৷
৩০ বছরের হর্ষল তিনি জানতেন তাঁকে শেষ দু‘ ওভার বল করতে হবে৷ কিন্তু তিনি দারুণ খুশি যে তাঁকে আরও একটি অতিরিক্ত ওভার বোলিংয়ের দায়িত্ব দেওয়া হবে৷ তিনি নিজেও উচ্ছ্বসিত যে ১০০ টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলা হর্ষল৷ কারণ এই প্রথম তিনি কোনও ম্যাচে ৫ উইকেট পেলেন৷ তাও আবার মুম্বই ইন্ডিয়ান্সের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে৷
গুজরাতে জন্মেছেন হর্ষল৷ তিনি ২০০৯ সাল থেকে সিনিয়র লেভেল ক্রিকেট খেলছেন৷ এরমধ্যে ৬৪ টি ফার্স্টক্লাস ম্যাচ, ৫৭ টি লিস্ট এ ম্যাচ, ৯৭ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ তিনি এখন হরিয়ানা দলের অধিনায়ক৷ আইপিএলে খেলছেন ২০১০ থেকে৷ কিন্তু তাঁকে প্রধানত ব্যাকআপ বোলার হিসেবেই ব্যবহার করা হয়৷ তবে এই ম্যাচের পর তাঁর ওপর দায়িত্ব নিশ্চিতভাবে বাড়বে৷
