TRENDING:

IPL 2021-র আগে ডান্সে মজে হরভজন সিং, কেকেআর প্লেয়ারের ডান্সের Viral Video

Last Updated:

হরভজন সিং নাচছেন জনপ্রিয় ধারাভাষ্যকারের সঙ্গে৷ ধামাল ডান্সে মুগ্ধ ফ্যানরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিজ্ঞ ভারতীয় স্পিনার হরভজন সিং  (Harbhajan Singh) আইপিএল ২০২১ (IPL 2021) নিয়ে খুবই উত্তেজিত৷ হরভজন সিং প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের খুব পছন্দের ছিলেন৷ তাই কলকাতাবাসী তথা বাঙালিদেরও অত্যন্ত কাছের৷ এবারের আইপিএলের মিনি নিলামে শাহরুখ খানের কেকেআর (Kolkata Knight Riders) তাঁকে কিনে নেয়৷ ফলে এবার নাইট শিবিরের জার্সিতে খেলতে দেখা যাবে ভাজ্জিকে৷ এই মরশুমের জন্য হরভজন সিং কলকাতার৷ কিন্তু এরইমধ্যে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন৷ যেখানে স্টার স্পোর্টসের সঞ্চালক যতীন সপ্রু-র সঙ্গে তাঁকে বাথি কামিং গানের (Vaathi Coming) সুরে ডান্স করতে দেখা যাচ্ছে৷
advertisement

এরপরেই ফ্যানরা প্রশ্ন তুলেছেন তাহলে কি এবার নাইট রাইডার্সের হয়ে হরভজন সিং খেলবেন নাকি সঞ্চালকের কাজ করবেন৷ এদিকে ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দিয়েছেন৷ গোটা নাইট শিবির ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুশীলন করছেন৷ ভাজ্জি এবারই প্রথম কেকেআরের ( KKR) জার্সিতে খেলবেন৷ এর আগে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন৷ এ বছর ২ কোটি টাকার বিনিময়ে কেকেআর তাঁকে কিনে নেয়৷

advertisement

হরভজন সোশ্যাল মিডিয়ায় ভালোরকম অ্যাক্টিভ থাকেন৷ তিনি মাঝেমধ্যেই বিভিন্ন মজার ভিডিও পোস্ট করেন৷ এবারেও সেইরকমেই যতীন সপ্রু-র সঙ্গে নাচের ভিডিও পোস্ট করে লিখেছেন আইপিএল ২০২১ আসছে, হাউ ইজ দ্য জোশ৷ আর এরপরেই ভাজ্জি ক্রিকেট খেলবেন না কমেন্ট্রি করবেন জল্পনায় বুঁদ হয়েছেন ফ্যানরা৷ এবারের আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এপ্রিলের ১১ তারিখ থেকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

Kolkata Knight Riders Full Squad: ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতিশ রাণা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিভম মাভি, শুভমন গিল, সুনীল নারিন,  প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী, আলি খান. টিম সিফর্ট, শাকিব আল হাসান, বৈভব অরোরা, করুণ নায়ার, হরভজন সিং, বেন কাটিং, পবন নেগি, বেঙ্কটেশ আইয়র, শেল্ডন জ্যাকসন৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021-র আগে ডান্সে মজে হরভজন সিং, কেকেআর প্লেয়ারের ডান্সের Viral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল