এরপরেই ফ্যানরা প্রশ্ন তুলেছেন তাহলে কি এবার নাইট রাইডার্সের হয়ে হরভজন সিং খেলবেন নাকি সঞ্চালকের কাজ করবেন৷ এদিকে ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দিয়েছেন৷ গোটা নাইট শিবির ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুশীলন করছেন৷ ভাজ্জি এবারই প্রথম কেকেআরের ( KKR) জার্সিতে খেলবেন৷ এর আগে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন৷ এ বছর ২ কোটি টাকার বিনিময়ে কেকেআর তাঁকে কিনে নেয়৷
advertisement
হরভজন সোশ্যাল মিডিয়ায় ভালোরকম অ্যাক্টিভ থাকেন৷ তিনি মাঝেমধ্যেই বিভিন্ন মজার ভিডিও পোস্ট করেন৷ এবারেও সেইরকমেই যতীন সপ্রু-র সঙ্গে নাচের ভিডিও পোস্ট করে লিখেছেন আইপিএল ২০২১ আসছে, হাউ ইজ দ্য জোশ৷ আর এরপরেই ভাজ্জি ক্রিকেট খেলবেন না কমেন্ট্রি করবেন জল্পনায় বুঁদ হয়েছেন ফ্যানরা৷ এবারের আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এপ্রিলের ১১ তারিখ থেকে৷
Kolkata Knight Riders Full Squad: ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতিশ রাণা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিভম মাভি, শুভমন গিল, সুনীল নারিন, প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী, আলি খান. টিম সিফর্ট, শাকিব আল হাসান, বৈভব অরোরা, করুণ নায়ার, হরভজন সিং, বেন কাটিং, পবন নেগি, বেঙ্কটেশ আইয়র, শেল্ডন জ্যাকসন৷
