এদিনের এই দারুণ ইনিংসের সৌজন্যে তিনি দিল্লি ক্যাপিটাল্সের শিখর ধাওয়ানের ৩১১ টপকে গেলেন৷ এই মুহূর্তে তাঁর মোট রান ৩৩১৷ ৬.২০ গড়ে তিনি ৩৩১ রান করেছেন৷ তাঁর আইপিএলে মোট ৪ রান ২৭ টি আর ১৬ টি ছয়৷
advertisement
এদিন কেএল রাহুল ছাড়া পঞ্জাবের হয়ে ২৪ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস ক্রিস গেইলের৷ ফ্লপ হন পুরান, দীপক হুডা, শাহরুখ খান৷ শেষবেলায় হরপ্রীত ব্রার ১৭ বলে ২৫ রান করেন৷
এদিকে কেএল রাহুল একটু বেশিই সফল হন রয়্যালের বিরুদ্ধে কারণ তাঁর বিরাটের দলের বিরুদ্ধে লাস্ট তিনটি ইনিংসে রান যথাক্রমে ১৩২*, ৬১*,৯১*৷
advertisement
Location :
First Published :
April 30, 2021 9:49 PM IST