জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের শুরুটা খুব খারাপ হয়। শুরু থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে। প্রথম ওভারেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। সাকিব আল হাসানের বলে বোল্ড হন তিনি। এর পর দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও রান পাননি। ১৬.১ ওভারে রাজস্থানের পুরো দল ৮৫ রানে গুটিয়ে যায়। রাহুল তেওয়াতিয়া সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছেন।
advertisement
এই জয়ের পর কেকেআর-এর পয়েন্ট দাঁড়াল ১৪। কলকাতার নেট রান রেট ভাল। ফলে প্লে-অফে কলকাতার জায়গা প্রায় পাকা। অন্যদিকে, পঞ্জাব কিংস এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেও প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল। আজকের ম্যাচ জেতার পরে পঞ্জাবের পয়েন্ট ছিল ১২। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ১২ পয়েন্ট থাকলেও তাদের রান রেট -0.048। প্লে -অফে পৌঁছতে হলে রোহিত শর্মাদের এবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অলৌকিক কিছু করতে হবে।
আরও পড়ুন- এই সাতটি দামি জিনিসের মালিক বিরাট কোহলি, দাম শুনলে চোখ কপালে উঠবে
কেকেআরের বোলিংয়ের সামনে এদিন ছারখার হয়ে যায় রাজস্থানের ব্যাটিং লাইন। শিভম মাভি এদিন চারটি উইকেট নিয়েছেন। প্রথম ওভারেই যশস্বীকে তুলে রাজস্থানকে শুরুতেই বড় ধাক্কা দেন সাকিব। লকি ফার্গুসন এদিন তিনটি উইকেট পেয়েছেন। সাকিব ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট পেয়েছেন। এই জয় নিশ্চিতভাবেই কেকেআর শিবিরকে বড় স্বস্তি এনে দিল। একইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সকে হতাশায় ডুবিয়ে দিল বলা চলে।