আইপিএলে ৫ ম্যাচে এখনও পর্যন্ত মাত্র ৮০ রান করেছেন শুভমান গিল। তাঁকে নিয়ে ভারতের প্রাক্তন তারকারা আশায় বুক বেঁধেছিলেন। বিশেষ করে টেস্টে গিলের রান করার প্রবণতার জন্যই গিলকে ভবিষ্যতের তারকা বলছিলেন রবি শাস্ত্রী, সুনীল গাওয়াস্কাররা। তবে সেই গিল কেকেআরের হয়ে ভাল পরফর্ম করতে পারছেন না। ডেভিড হাসি অবশ্য দাবি করেছিলেন, টুর্নামেন্টের শেষে দেখা যাবে শুভমান গিল সবথেকে বেশি রান করেছেন। তবে অনেকেই সেরকম কিছু হওয়ার আশা আর দেখছেন না। আজ পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের কঠিন লড়াই। পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে মূলত প্যাট কামিন্স, সুনীল নরিনদের চ্যালেঞ্জ সামলাতে হবে। বিশেষ করে গেইল ঝড় থামানোই আজ মূল লক্ষ্য হবে নাইট বোলারদের।
advertisement
কেকেআরের প্রথম একাদশ- শুভমান গিল, আর ত্রিপাঠি, ইয়ন মরগ্যান, সুনীল নারিন, দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শুভম মাভি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণা।
পাঞ্জাবের প্রথম একাদশ- কে এল রাহুল, মায়ঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, এন পুরান, ডি হুডা, শাহরুখ খান, এম হেনরিকস, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, সি জরডান, এ সিং।