জানতেন আরামের চাকরি ছেড়ে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেতে গেলে লড়াই অনেক বেশি কঠিন। অনিশ্চয়তায় ভরা। কিন্তু নিজের লক্ষ্য স্থির রাখতে পারলে স্বপ্ন বাস্তব হয় বুঝিয়ে দিয়েছেন তামিলনাড়ুর স্পিনার। ভারতের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিজের সেরাটা উজাড় করে দিতে চান। কিন্তু আপাতত ফোকাস আইপিএল। প্রথম ম্যাচে নিজের ছন্দের পরিচয় দিয়েছেন। অইন মর্গ্যান ম্যাচের আগেই বরুণ চক্রবর্তীকে বলে দিয়েছিলেন, বোলিং শুরু করতে হবে। সেটি করেই সাফল্য।
advertisement
আরও পড়ুন - Gambhir on Kohli captaincy : কোহলির অধিনায়কত্ব ছাড়ার সময় জ্ঞান নিয়ে প্রশ্ন গম্ভীরের
নিজের বোলিং নিয়ে বরুণ বলেন, ‘‘উইকেটে স্পিন ছিল না। তাই স্টাম্পে বল করছিলাম। এই উইকেটে সাফল্য পেয়ে বাড়তি আনন্দ হচ্ছে। সবার কাছে আমার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ভারতের হয়ে খেলাটা অবশ্যই সাহায্য করেছে।’’ পরপর দুই বলে ম্যাক্সওয়েল এবং হাসারাঙ্গাকে ফিরিয়ে দিয়েছিলেন। জেমিসনকে প্রায় আউট করে দিয়েছিলেন। কিন্তু অল্পের জন্য হয়নি।
কটা উইকেট পেয়েছেন তার থেকেও বেশি খুশি দলের কাজে লাগতে পেরেছেন। হাওয়ায় বলের গতি পরিবর্তন এবং ফ্লাইট দিয়ে ব্যাটসম্যানদের কাজটা কঠিন করে তুলেছিলেন। এবারের আইপিএল-এ আট ম্যাচে ১০ উইকেট নিয়ে কেকেআর বোলারদের মধ্যে যুগ্ম ভাবে শীর্ষে চলে এলেন বরুণ। আন্দ্রে রাসেলও আট ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। রাসেল যেভাবে বল করেছেন তাতে খুশি বরুণ। তবে মেনে নিচ্ছেন একটা জয় পেয়ে থেমে থাকলে হবে না। বাকি টাকা ছয়টা ম্যাচ জিততে হবে। তবেই একমাত্র প্লে অফ খেলার সুযোগ আসতে পারে।
তাই দলের গুরুত্বপূর্ণ বোলার হিসেবে এমন পারফরম্যান্স ধারাবাহিকভাবে করে যেতে চান। বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি পর্যন্ত ম্যাচ হেরে গিয়ে প্রশংসা করে গেলেন বরুণের। আইপিএল শেষ হলেই টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এর থেকে বড় প্ল্যাটফর্ম পাওয়া যাবে না জানেন নাইট রাইডার্স স্পিনার।