অস্ট্রেলিয়া ভারতের করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য COVID-19 Crisis Appeal করেছে৷ যার পুরো টাকাটা তারা দিচ্ছে UNICEF-র হাত দিয়ে৷ এবার কামিন্সও সেই পথেই হাঁটছেন৷
এর আগে ২৬ এপ্রিল দারুণ ঘোষণা করেছিলেন ৷ ভারতের অত্যন্ত সংকটজনক করোনা পরিস্থিতিতে লড়াই করার জন্য ৫০ হাজার ডলার অনুদান দেবেন বলেছিলেন পিএম কেয়ার্স ফান্ডে৷ তিনি Kolkata Knight Riders-র ফাস্ট বোলার৷ তিনিই এবারের আইপিএলে (IPL 2021) খেলা প্রথম ক্রিকেটার যিনি এইভাবে করোনা যুদ্ধে অনুদান দিলেন৷ প্যাট কামিন্স (Pat Cummins ) নিজের বিবৃতিতে জানিয়েছেন তাঁর অনুদান হয়তো খুব সামাণ্য৷ তবু এটা হয়ত কাউকে সামাণ্য হলেও সাহায্য করবে৷
কামিন্স তখন লিখেছিলেন, ‘‘ আমি আমার সতীর্থ আইপিএল প্লেয়ারদের উৎসাহিত করছি তার সঙ্গে পৃথিবীর অন্য প্রান্তের যে কেউ যে ভারতের উদারতা ও মহানুভবতাকে মানেন তাঁরাও অনুদান দিতে পারেন৷ আমি ৫০ হাজার ডলার দিয়ে শুরু করলাম৷
আইপিএলে ২০২০ -র নিলামে বিশাল পরিমাণ ১৫ কোটি টাকা দিয়ে প্যাট কামিন্সকে কিনে নিয়েছিল কেকেআর৷ তিনি জানিয়েছেন আবেগকে এবার কার্যকারী রূপ দেওয়ার সময় এসে গেছে৷ এবার অন্যদের সাহায্য করার সময়৷
তিনি আরও জানিয়েছেন, ‘‘এক একটা সময়ে নিজেদের হাত পা বাঁধা মনে হচ্ছে৷ আমার বিভিন্ন সময়েই সেটা মনে হয়েছে৷ কিন্তু আমি আশা করছি সকলের কাছে আমার এই আবেদন যে এবার নিজেদের আবেগকে নিয়ন্ত্রিত না করে কার্যকরী যোগদান করুন৷ এটা কারোর জন্য পার্থক্য তৈরি করে দেবে৷