TRENDING:

পাল্টি! নরেন্দ্র মোদির পিএম কেয়ার্সে নয়, কোভিডের বিরুদ্ধে লড়তে টাকা দেবেন ‘এখানে’

Last Updated:

১৮০ ডিগ্রি ঘুরে গেলেন অজি স্পিডস্টার, টাকা দেবেন তবে ‘হেথা নয় হেথা নয়, অন্য কোথাও, অন্য কোন খানে’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাল্টি আর বলে কাকে?  কলকাতা নাইট রাইডার্সের অজি বোলার দিন কয়েক আগেই ঘোষণা করেছিলেন পিএমকেয়ার্স ফান্ডে ৫০ হাজার ডলারের অনুদান দেবেন৷ যা ভারতীয় মুদ্রায় ৩৭ লক্ষ টাকা৷ কিন্তু এখন তিনি টাকা দেবেন৷ তবে আর নরেন্দ্র মোদির ত্রাণ ভাণ্ডারে নয়৷ ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের কোভিড পরিস্থিতির সঙ্গে লড়তে বিপুল পরিমাণে টাকা দেওয়ার ঘোষণা করেছে৷ আর প্যাট কামিন্স এবার দেশের বোর্ডের সঙ্গে সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর অনুদান দেবেন ইউনিসেফের হাতে৷ ভারতের মানুষ কোভিডের পাশাপাশি হাসপাতালের বেড সংখ্যা কম, অক্সিজেন কম সব প্রতিবর্ত পরিস্থিতির বিরুদ্ধে লড়ছে ৷ এই অবস্থায় প্যাট কামিন্স মানুষের পাশে এসে দাঁড়াতে চান৷
Cummins donates to UNICEF Australia's India COVID-19 Crisis Appeal - Photo -file
Cummins donates to UNICEF Australia's India COVID-19 Crisis Appeal - Photo -file
advertisement

অস্ট্রেলিয়া ভারতের করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য COVID-19 Crisis Appeal করেছে৷ যার পুরো টাকাটা তারা দিচ্ছে UNICEF-র হাত দিয়ে৷ এবার কামিন্সও সেই পথেই হাঁটছেন৷

এর আগে ২৬ এপ্রিল দারুণ ঘোষণা করেছিলেন ৷ ভারতের অত্যন্ত সংকটজনক করোনা পরিস্থিতিতে লড়াই করার জন্য ৫০ হাজার ডলার অনুদান দেবেন বলেছিলেন পিএম কেয়ার্স ফান্ডে৷ তিনি Kolkata Knight Riders-র ফাস্ট বোলার৷ তিনিই এবারের আইপিএলে  (IPL 2021) খেলা প্রথম ক্রিকেটার যিনি এইভাবে করোনা যুদ্ধে অনুদান দিলেন৷ প্যাট কামিন্স (Pat Cummins ) নিজের বিবৃতিতে জানিয়েছেন তাঁর অনুদান হয়তো খুব সামাণ্য৷ তবু এটা হয়ত কাউকে সামাণ্য হলেও সাহায্য করবে৷

advertisement

কামিন্স তখন  লিখেছিলেন, ‘‘ আমি আমার সতীর্থ আইপিএল প্লেয়ারদের উৎসাহিত করছি তার সঙ্গে পৃথিবীর অন্য প্রান্তের যে কেউ যে ভারতের উদারতা ও মহানুভবতাকে মানেন তাঁরাও অনুদান দিতে পারেন৷ আমি ৫০ হাজার ডলার দিয়ে শুরু করলাম৷

আইপিএলে ২০২০ -র নিলামে বিশাল পরিমাণ ১৫ কোটি টাকা দিয়ে প্যাট কামিন্সকে কিনে নিয়েছিল কেকেআর৷ তিনি জানিয়েছেন আবেগকে এবার কার্যকারী রূপ দেওয়ার সময় এসে গেছে৷ এবার অন্যদের সাহায্য করার সময়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তিনি আরও জানিয়েছেন, ‘‘এক একটা সময়ে  নিজেদের হাত পা বাঁধা মনে হচ্ছে৷ আমার বিভিন্ন সময়েই সেটা মনে হয়েছে৷ কিন্তু আমি আশা করছি সকলের কাছে আমার এই আবেদন যে এবার নিজেদের আবেগকে নিয়ন্ত্রিত না করে কার্যকরী যোগদান করুন৷ এটা কারোর জন্য পার্থক্য তৈরি করে দেবে৷

বাংলা খবর/ খবর/IPL/
পাল্টি! নরেন্দ্র মোদির পিএম কেয়ার্সে নয়, কোভিডের বিরুদ্ধে লড়তে টাকা দেবেন ‘এখানে’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল