(৭০ বল বাকি থাকতে)
#শারজা: মুম্বই ইন্ডিয়ানস এত সহজে আইপিএল থেকে ছিটকে যাবে সেটা হতে পারে না। মঙ্গলবার সেটা হল না। হতে দিলেন না রোহিত শর্মা এন্ড কোম্পানি। টিম গেমে রাজস্থানকে উড়িয়ে দিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইল পাঁচবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক রোহিত শর্মা চেতন সাকারিয়ার বলে তাড়াতাড়ি ফিরে গেলেও, ঈশান কিষান ধৈর্য ধরে পড়ে রইলেন। এতদিন একেবারে ছন্দে ছিলেন না। আজ কিন্তু ওপেন করতে নেমে প্রথম থেকেই বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল ঝাড়খণ্ডের তরুণকে।
advertisement
সূর্যকুমার ১৩ করে ফিরে গেলেন মুস্তাফিজুর রহমানের বলে। স্লোয়ার বুঝতে পারেননি তিনি। হার্দিক পান্ডিয়া দায়িত্ব নিয়ে একটা দিক আঁটকে রইলেন।সাধারণত দেওয়ালে পিঠ ঠেকে গেলে চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়ায়। আর মুম্বই ইন্ডিয়ানস পাঁচবারের চ্যাম্পিয়ন। কঠিন পরিস্থিতিতে অতীতে তারা অনেকবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু ক্রিকেটে অতীতের মূল্য খুব কম। পুরোটাই বর্তমান।
সেদিক থেকে দেখতে গেলে মঙ্গলবার ডু অর ডাই লড়াই ছিল মুম্বই ইন্ডিয়ানস দলের কাছে।আইপিএল ২০২১ -র প্লে অফে (Playoff) যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ জয় একমাত্র উপায় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে৷ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এদিনের ম্যাচে হারলেও তাও একটা ক্ষীণ সুযোগ তাদের সামনে থাকবে৷ কিন্তু রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স যদি এদিনের ম্যাচে কোনও ভাবে হারে তাহলে খেতাব ধরে রাখার আশায় একেবারে জল ঢালা হয়ে যাবে৷
অন্যদিকে এই ম্যাচ হেরেও শেষ চারে যেতে পারবে রাজস্থান রয়্যালস৷ টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। তার সিদ্ধান্ত কতটা সঠিক সেটা প্রমাণিত হল শুরু থেকেই। একের পর এক উইকেট হারাতে থাকে রাজস্থান। অস্ট্রেলিয়ার কূল্টার নাইল এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম মিলে শেষ করে দিয়েছিলেন গোলাপি জার্সিধারীদের যাবতীয় ব্যাটিং প্রতিরোধ। ৯০ রানে অলআউট হয়েছিল রাজস্থান।
ছক্কা মেরে নিজের অর্ধশত রান পূর্ণ করলেন ঈশান। আইপিএলের ইতিহাসে এটা মুম্বইয়ের দ্বিতীয় সর্ববৃহৎ জয়। বারো ওভারের থেকে দু বল কম থাকতেই ম্যাচটা জিতে গেল মুম্বই ইন্ডিয়ানস। নিঃসন্দেহে নেট রানরেট অনেকটাই উন্নত হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের।