এইভাবে এগোলে কলকাতার ইডেন গার্ডেন্স ও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আর আদৌ কোনও ম্যাচ হবে না৷ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস ক্যাম্পে ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়েছে, দিল্লিতে ডিডিসিএ-র মাঠকর্মীরা ইতিমধ্যেই সংক্রমিত৷ দিল্লি ও আহমেদাবাদের ম্যাচ আপাতত ৮ তারিখ৷
কেকেআর প্লেয়ার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র কোভিড ১৯ পজিটিভ (Covid-19) হয়েছেন৷ সোমবার থেকে আইপিএলের ম্যাচ ক্রীড়াসূচি স্থগিত হয়েছে৷ ইতিমধ্যেই আহমেদাবাদের কেকেআর বনাম আরসিবি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
দিল্লিতে Delhi and District Cricket Association পাঁচ জন গ্রাউন্ডস্টাফ পজিটিভ হয়ে গেছেন৷ যাঁরা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তাঁদের আইসোলেট করে রাখা হয়েছে৷ DDCA-র প্রেসিডেন্ট রোহন জেটলি স্বীকার করে নিয়েছেন যাঁরা পজিটিভ তাঁরা আজ কাজে আসছেন না৷
আইপিএলের প্রথম লেগের খেলা চেন্নাই ও মুম্বইতে হয়েছিল৷ এরপর দিল্লি ও আহমেদাবাদে খেলা শুরু হয়েছিল৷ কিন্তু সেই দুই জায়গাতেই সংক্রমণের থাবা৷ আহমেদাবাদ , বেঙ্গালুরু ও কলকাতায় প্লে অফ হওয়ার কথা ছিল৷
যদিও কেকেআরে কোভিড ১৯ (Covid-19) হওয়ার পর অন্য ভ্যেনুতে যাবে তা প্রশ্ন৷ কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর (KKR CEO Venky Mysore) জানিয়েছেন আক্রান্তরা আইসোলেটেড৷ এবং বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র ভালো আছেন৷