ম্যাক্সওয়েল নিজের ব্যকরণ বিধি না মেনে খেলার জন্য বিখ্যাত৷ খেলার ক্ষুদ্রতম ফর্ম্যাটে রাহুল চাহারের বলে সুইচ হিট করেন৷ তাঁর ইনিংস খতম করেন মুম্বইয়ের জার্সিতে অভিষেক ঘটানো মার্কো জেনসেন৷ ম্যাক্সওয়েলের সেই ভয়ানক ছক্কা সোশ্যাল মিডিয়ায় তুফান তুলেছে৷
advertisement
advertisement
দ্বিতীয় উইকেটের পতনের পর ষষ্ঠ ওভারে ম্যাক্সওয়েল ৫২রান যোগ করেন বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে৷ যদিও অধিনায়ক বিরাট কোহলি এদিন জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) শিকার৷ গত মরশুমের খরা কাটানোর ইঙ্গিত প্রথম ম্যাচেই দিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল৷ গত মরশুমে পঞ্জাব কিংসের জার্সিতে ১৩ ম্যাচে মাত্র ১০৮ রান করেছিলেন তিনি৷ গত মরশুমে একটাও ছক্কা মারতে পারেননি তিনি৷
advertisement
এবার আরসিবি ১৪.২৫ কোটিতে তাঁকে কিনে নেওয়াটা যে আরসিবি ভুল করেনি প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি৷
Location :
First Published :
April 10, 2021 7:40 AM IST
