TRENDING:

Gambhir on Kohli captaincy : কোহলির অধিনায়কত্ব ছাড়ার সময় জ্ঞান নিয়ে প্রশ্ন গম্ভীরের

Last Updated:

Gautam Gambhir surprised by the timing of Virat Kohli announcement of quitting captaincy. গৌতম গম্ভীর মনে করেন সঠিক সময়ে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেননি বিরাট কোহলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিরাটের সিদ্ধান্তের সমালোচনা গৌতমের
বিরাটের সিদ্ধান্তের সমালোচনা গৌতমের
advertisement

চলতি আইপিএলই অধিনায়ক হিসেবে তার শেষ আসর। এর আগে তিনি জাতীয় দলের টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ঘোষণাও দিয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই (T20World Cup) তার শেষ মঞ্চ। এমন সময়ে নেতৃত্ব ছাড়ার ঘোষণায় কোহলির ওপর বেজায় চটেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তার প্রশ্ন, টুর্নামেন্টের আগমুহূর্তে কোহলি কেন এমন ঘোষণা দেবেন!

advertisement

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে গম্ভীর বলেছেন, 'এমন ঘোষণার টাইমিং অবাক করার মতো। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচের আগেই এমন ঘোষণা। যদি নেতৃত্ব ছাড়তেই হয়, তাহলে টুর্নামেন্টের শেষেও ছাড়তে পারত। কারণ এমন ঘোষণায় দলে বিরূপ প্রভাব পড়তে পারে। ক্রিকেটাররা আবেগী হয়ে যেতে পারে। তাছাড়া ক্রিকেটারদের ওপরেও অহেতুক চাপ পড়ে যায়। আরসিবি এখন যে পজিশনে রয়েছে। তাতে এমন বিষয় মোটেই কাম্য নয়।'

advertisement

গম্ভীর আরও বলেছেন, 'নেতৃত্ব ছাড়া এবং অবসর গ্রহণ- এমন সিদ্ধান্ত সবসময়ই ব্যক্তিগত। এমন ঘটনার জন্য কাউকে চাপ দেওয়া উচিত নয়। যিনি সিদ্ধান্ত নিচ্ছেন, তার উপলব্ধির ওপরেই এমন সিদ্ধান্ত নিতে হয়। কোহলি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা আবেগী মুহূর্ত হতে যাচ্ছে। এমন সিদ্ধান্ত মোটেই সহজ নয়। ফ্র্যাঞ্চাইজি (Cricket Franchise) এবং ক্রিকেটারদের আবেগে না ভেসে যেমনভাবে এতদিন খেলে চলছিল, সেভাবেই খেলে যাওয়া উচিত।'

advertisement

আরও পড়ুন - KKR Venkatesh Iyer : এমবিএ ডিগ্রি নিয়েই ক্রিকেটে এসেছেন ভেঙ্কটেশ আইয়ার

অতীতে আইপিএল ম্যাচে কলকাতার অধিনায়ক থাকার সময় বিরাট কোহলির সঙ্গে একবার মাঠেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন গৌতম। তবে সেটা খেলার উত্তেজনার বহিঃপ্রকাশ মাত্র মনে করেন গৌতম। সেই ঘটনা নিয়ে বিরাটের সঙ্গে সম্পর্ক কখনই খারাপ হয়নি। মাঠের লড়াইয়ে দুই অধিনায়ক হিসেবে দুজনের মধ্যে উত্তেজনা থাকাটা স্বাভাবিক ব্যাপার।

advertisement

পাশাপাশি তিনি মনে করেন কলকাতা নাইট রাইডার্স দলের কাছে প্রথম ম্যাচ লজ্জাজনক হারের পর আরসিবি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। দলে যথেষ্ট যোগ্যতা আছে। বরং এই হার বিরাট বাহিনীর সাপে বর হতে পারে। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স বাকি ছয়টা ম্যাচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মনে করেন গৌতম। শাহরুখ খানের দলের হারানোর কিছু নেই। তাই দ্বিতীয় পর্বে মন খুলে আক্রমনাত্মক ক্রিকেট খেলতে পারবে দুবারের চ্যাম্পিয়ন দল বিশ্বাস করেন গৌতম।

বাংলা খবর/ খবর/IPL/
Gambhir on Kohli captaincy : কোহলির অধিনায়কত্ব ছাড়ার সময় জ্ঞান নিয়ে প্রশ্ন গম্ভীরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল