TRENDING:

IPL 2021: DC vs RR হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতি মুহূর্তের আপডেট কোথায়, কখন দেখবেন

Last Updated:

জিও গ্রাহকরা আইপিএল ম্যাচ দেখার বিশেষ সুবিধা পাবেন৷ রিলায়েন্স জিও নিজেদের পোস্ট পেইড ও প্রি পেইড গ্রাহকদের জন্য ম্যাচ দেখার বিশেষ সুযোগ করে দিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দিল্লি ক্যাপিটাল্স এবং রাজস্থান রয়্যালস (DC vs RR) -র মধ্যে আজ রাতে আইপিএলের ম্যাচ৷ এই ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে৷ দিল্লি চাইবে তাদের জয়ের ধারা বজায় রাখতে৷ অন্যদিকে রাজস্থান চাইবে নিজের প্রথম জয় পেতে৷ বেন স্টোকস দল থেকে বেরিয়ে গেছেন৷ রাজস্থানের পক্ষ থেকে জস বাটলার ওপেনিং করতে পারেন৷ অধিনায়ক সঞ্জু স্যামসন দারুণ শতরান করেছেন৷ অন্যদিকে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ দারুণ ফর্মে রয়েছেন৷
advertisement

পিচের কথা বললে প্রাথমিক ধারণা এই পিচ প্রতিবারের মতো পেস সহায়ক হবে৷ এখনও অবধি ২ টি ম্যাচ এখানে খেলা হয়ে গেছে৷ এই পিচে প্রচুর রান উঠছে, মারা হয়েছে প্রচুর ছক্কাও৷ প্রথম ম্যাচে দিল্লি ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ দু‘জনেই অর্ধ শতরান হয়েছে৷ ধাওয়ানের টি টোয়েন্টি লিগে দারুণ রেকর্ড রয়েছে৷

advertisement

আইপিএল ম্যাচ কখন শুরু হবে?

আইপিএল ২০২১ এ সপ্তম ম্যাচে দিল্লি ক্যাপিটাল্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে৷ এই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায়৷ টস হবে সন্ধ্যা সাতটায়৷

আইপিএল ২০২১ সপ্তম ম্যাচ কোথায় হবে?

আইপিএল ২০২১ -র সপ্তম ম্যাচ ১৫ এপ্রিল হবে৷ বৃহস্পতিবার ওয়াংখেড়েতে হবে৷

আইপিএল ২০২১ -র লাইভ প্রচার কোথায় হবে?

advertisement

আইপিএলের সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে হবে৷

আইপিএল ম্যাচ লাইভ স্ট্রিমিং কোথায় হবে?

আইপিএল ২০২১ ম্যাচের লাইভ স্ট্রিমিং হটস্টারে হবে৷ এছাড়া ম্যাচের আপডেট হবে নিউজ ১৮ বাংলাতে৷

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

জিও গ্রাহকরা আইপিএল ম্যাচ দেখার বিশেষ সুবিধা পাবেন৷ রিলায়েন্স জিও নিজেদের পোস্ট পেইড ও প্রি পেইড গ্রাহকদের জন্য ম্যাচ দেখার বিশেষ সুযোগ করে দিয়েছে৷ জিও-র সমস্ত পোস্ট পেইড যোজনায় জিও গ্রাহকরা আইপিএলের ম্যাচ বিনামূল্যে দেখতে পাবেন৷ তাদের ডিজনি হটস্টারের সঙ্গে সেরকমই চুক্তি রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: DC vs RR হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতি মুহূর্তের আপডেট কোথায়, কখন দেখবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল