পিচের কথা বললে প্রাথমিক ধারণা এই পিচ প্রতিবারের মতো পেস সহায়ক হবে৷ এখনও অবধি ২ টি ম্যাচ এখানে খেলা হয়ে গেছে৷ এই পিচে প্রচুর রান উঠছে, মারা হয়েছে প্রচুর ছক্কাও৷ প্রথম ম্যাচে দিল্লি ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ দু‘জনেই অর্ধ শতরান হয়েছে৷ ধাওয়ানের টি টোয়েন্টি লিগে দারুণ রেকর্ড রয়েছে৷
advertisement
আইপিএল ম্যাচ কখন শুরু হবে?
আইপিএল ২০২১ এ সপ্তম ম্যাচে দিল্লি ক্যাপিটাল্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে৷ এই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায়৷ টস হবে সন্ধ্যা সাতটায়৷
আইপিএল ২০২১ সপ্তম ম্যাচ কোথায় হবে?
আইপিএল ২০২১ -র সপ্তম ম্যাচ ১৫ এপ্রিল হবে৷ বৃহস্পতিবার ওয়াংখেড়েতে হবে৷
আইপিএল ২০২১ -র লাইভ প্রচার কোথায় হবে?
আইপিএলের সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে হবে৷
আইপিএল ম্যাচ লাইভ স্ট্রিমিং কোথায় হবে?
আইপিএল ২০২১ ম্যাচের লাইভ স্ট্রিমিং হটস্টারে হবে৷ এছাড়া ম্যাচের আপডেট হবে নিউজ ১৮ বাংলাতে৷
জিও গ্রাহকরা আইপিএল ম্যাচ দেখার বিশেষ সুবিধা পাবেন৷ রিলায়েন্স জিও নিজেদের পোস্ট পেইড ও প্রি পেইড গ্রাহকদের জন্য ম্যাচ দেখার বিশেষ সুযোগ করে দিয়েছে৷ জিও-র সমস্ত পোস্ট পেইড যোজনায় জিও গ্রাহকরা আইপিএলের ম্যাচ বিনামূল্যে দেখতে পাবেন৷ তাদের ডিজনি হটস্টারের সঙ্গে সেরকমই চুক্তি রয়েছে৷
