সিএসকে-র জার্সিতে এবারের আইপিলের প্রথম পর্বে বল হাতা দারুণ পারফরম্যান্স ছিল দীপক চাহারের৷ তাঁর পারফরম্যান্স দারুণ প্রশংসিতও হয়৷ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন আইপিএলের দ্বিতীয় পর্বেও শানদার পারফরম্যান্স বজায় রাখবে এমনটাই আশা করছে ওয়াকিবহাল মহল৷ সিএসকে-র সদ্য প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে মাহি কীভাবে বোলারদের নাজেহাল করছেন৷
advertisement
ধোনির ছক্কা একেবারে মাঠের বাইরে পৌঁছে যাচ্ছে৷ নেটে ধোনি -র ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে দীপক চাহার জানিয়েছেন সিএসকে-র জোরে বোলারদের একেবারে চাপে রেখেছেন তিনি৷ তিনি জানিয়েছেন সিএসকে অধিনায়ক অনুশীলনের সময় বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন৷ তিনি বলেছেন, ‘‘মাহি ভাই লম্বা লম্বা ছক্কা মারছে, শুধু মাহি ভাইই নয়, সকলেই লম্বা লম্বা ছক্কা মারছেন৷ সমস্ত বোলার চাপে৷’’
ক্রিকেট দুনিয়ার সর্বকালীন তারকাদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি নিঃসন্দেহে আছেন৷ এই পর্বে খেলে ফের একবার বাইশ গজে ফিরবেন তিনি৷ সিএসকে-কে তিনবার খেতাব দেওয়া মাহি এর ঠিক পরেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় দলের সঙ্গেই থাকবেন৷ তিনি মেন্টর হওয়ার অফার নেওয়ায় দারুণ খুশি ভারতীয় ক্রিকেট বোর্ড৷
আরও দেখুন - Weather Forecast: দক্ষিণ প্রবল দুর্যোগ জারি, কী বলছে হাওয়া অফিস, দেখুন
সংযুক্ত আরব আমিরশাহিতে ও ওমানে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে যোগ দেওয়ার আগে মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে ব্যাট হাতে মাঠ কাঁপাবেন ধোনি৷ ধোনির নেতৃত্বাধীন সিএসকে ১৯ সেপ্টেম্বরে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের আইপিএল খেলা শুরু করবেন৷ প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ খেতাব রক্ষার লডা়ইতে নামা মুম্বই ইন্ডিয়ান্স৷