তাহলে কি আসলে ভারতে সুরক্ষার পরিবেশ নেই৷ কারণ ফুল পিপিই কিট পরেই তাঁরা নিশ্চিত হননি, তাঁরা হুডেড প্রোটেকটিভ স্যুট পরেছেন৷ যাতে পুরো মুখটাও কভারে ঢাকা রয়েছে৷ উইলিয়ামসনও এই একই আতঙ্কের ছবি শেয়ার করেছেন৷
ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে আতঙ্ক ছাড়া আর কিছু নেই৷ একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা ইতিমধ্যেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ পাশাপাশি অ্যান্ড্রু টাই শুধু যাননি তার আগে বিস্ফোরক মন্তব্যও করে গেছেন৷ জানিয়েছেন যে দেশে রোগীরা অক্সিজেন পাচ্ছে না , বেড পাচ্ছে না, সেখানে কী করে ফ্রাঞ্চাইজি ও সরকার কোটি কোটি টাকা খরচ করে আইপিএল আয়োজন করছেন৷
মঙ্গল অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন ভারত থেকে ১৫ মে অবধি কোনও বিমান যাবে না৷ গত এক সপ্তাহ ধরে ভারতে করোনা আক্রান্তের ৩ লক্ষ কেস হচ্ছে৷ এদিকে অজি পেসার প্যাট কামিন্স পিএম কেয়ার্স ফান্ডে ৫০ হাডার ডলার দান করেছেন৷ তিনি আইপিএল চলা উচিত কিনা তা নিয়ে নিজের মতও দিয়েছেন ট্যুইটারে৷
বুধবার আইপিএল সিএসকে বনাম এসআরএইচ (CSK-SRH) ম্যাচ৷ ধোনির দল এখন টগবগ করে ফুটছে বিরাট বাহিনীকে হারানোর পর৷ সিএসকে সেই ম্যাচে ৬৯ রানে জিতেছিল৷
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ কেন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নারের ওপর নির্ভর করে৷ এছাড়াও তাদের দলের বড় মুখ জনি বেয়রিস্তো৷ চার ম্যাচে তারা এখনও অবধি একটিমাত্র ম্যাচ জিতেছে৷ পঞ্জাব কিংসকে খালি হারিয়েছে৷ তারা হেরেছে আরসিবি , মুম্বই ও দিল্লির বিরুদ্ধে ম্যাচ৷