দেখে নিন টসের মুহূর্তের ভিডিও৷
পিচ রিপোর্ট
ওয়াংখেড়ে ব্যাটসম্যানদের স্বর্গ৷ বোলারদের কার্যকারী বিশেষ সুবিধা করতে পারবে না৷ ফলে পিচে বিশেষ চরিত্র পরিবর্তন হওয়ার সম্ভবনা নেই৷ তাপমাত্রা থাকছে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- ৫০ শতাংশ৷
দেখে নিন দুই দলের প্রথম একাদশে কারা জায়গা করে নিলেন৷
advertisement
এই ম্যাচে জয় পাওয়ার লক্ষ্যে আরও বেশি মরিয়া চেন্নাই ক্রিকেটাররা৷ কারণ মহেন্দ্র সিং ধোনি -র ২০০ তম ম্যাচকে বিশেষ করে রাখতে চায় ইয়েলো ব্রিগেড৷
advertisement
Location :
First Published :
April 16, 2021 7:20 PM IST
