আরও পড়়ুন- এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী কখনও মিথ্যে হয় না! এবার কোহলির ভবিষ্য়ত্ বললেন
চতুর্থ ওভারে স্যাম কারানকে স্কুপ করতে গিয়ে মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা দেন রাহুল। তবুও তিনি আউট হননি। ধোনির পরিশ্রম মাঠে মারা যায়। বল রাহুলের ব্যাটে লেগেছিল। রিপ্লেতে সেটা স্পষ্ট দেখা যায়। এমনকী ধোনিও ক্লিন ক্যাচ ধরেছেন। তাতে কোনও সন্দেহ নেই। তবুও কেন রাহুল ত্রিপাঠি আউট হলেন না। আসলে সিদ্ধান্ত পৌঁছেছিল থার্ড আম্পায়ারের কাছে। আর তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, স্যাম কারান ওভারের দ্বিতীয় বাউন্সার করেছিলেন। সেই বাউন্সারে স্কুপ করতে গিয়ে ধোনির হাতে ক্যাচ দিয়ে বসেন রাহুল। তবে তিনি আউট হননি।
advertisement
সীমিত ওভারের ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলার একটি ওভারে একটি মাত্র বাউন্সার দিতে পারবেন। আর স্যাম কারান এদিন রাহুলকে দ্বিতীয় বাউন্সার করেছিলেন ওই ওভারেই। বল রাহুল ত্রিপাঠির মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু রাহুল তাতে ব্যাট ছুঁইয়ে ফেলেন। তবে ওভারের দ্বিতীয় বাউন্সার বলে আম্পায়ার সেই ডেলিভারি নো বল বলে ঘোষণা করে ফ্রি হিট দেন। জীবনদান পেয়ে ফ্রি হিটে বাউন্ডারি মারেন রাহুল। এর পর ৩৩ বলে ৪৫ রান করে জাদেজার বলে বোল্ড হন রাহুল ত্রিপাঠি। এদিন শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার রান না পেলেও সাময়িক ধাক্কা সামলে দেন রাহুল ত্রিপাঠি। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাহুল। কেকেআরের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি।