TRENDING:

IPL 2021; KKR vs CSK: ধোনির অসাধারণ ক্যাচ, তবুও কেন আউট হলেন না রাহুল ত্রিপাঠি?

Last Updated:

Csk vs Kkr: কেকেআরের ইনিংসের চতুর্থ ওভারেই ধোনি একটি দুর্দান্ত ক্যাচ ধরেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: আজ জিতলে চেন্নাই সুপার কিংসের প্লে-অফে জায়া প্রায় পাকা। ৯টির মধ্যে ৭টি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট ঘরে তুলেছে ধোনির দল। আইপিএলের পয়েন্ট টেবিলে ধোনির চেন্নাই এখন ২ নম্বরে রয়েছে। এদিকে কেকেআর ৯টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিতে চার নম্বরে রয়েছে। ফলে আজ দুই দলের কাছেই এই ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ। এদিন এম এস ধোনি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর কেকেআরের ইনিংসের চতুর্থ ওভারেই ধোনি একটি দুর্দান্ত ক্যাচ ধরেন। তা সত্ত্বেও রাহুল ত্রিপাঠি কিন্তু আউট হননি।
advertisement

আরও পড়়ুন- এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী কখনও মিথ্যে হয় না! এবার কোহলির ভবিষ্য়ত্ বললেন

চতুর্থ ওভারে স্যাম কারানকে স্কুপ করতে গিয়ে মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা দেন রাহুল। তবুও তিনি আউট হননি। ধোনির পরিশ্রম মাঠে মারা যায়। বল রাহুলের ব্যাটে লেগেছিল। রিপ্লেতে সেটা স্পষ্ট দেখা যায়। এমনকী ধোনিও ক্লিন ক্যাচ ধরেছেন। তাতে কোনও সন্দেহ নেই। তবুও কেন রাহুল ত্রিপাঠি আউট হলেন না। আসলে সিদ্ধান্ত পৌঁছেছিল থার্ড আম্পায়ারের কাছে। আর তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, স্যাম কারান ওভারের দ্বিতীয় বাউন্সার করেছিলেন। সেই বাউন্সারে স্কুপ করতে গিয়ে ধোনির হাতে ক্যাচ দিয়ে বসেন রাহুল। তবে তিনি আউট হননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সীমিত ওভারের ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলার একটি ওভারে একটি মাত্র বাউন্সার দিতে পারবেন। আর স্যাম কারান এদিন রাহুলকে দ্বিতীয় বাউন্সার করেছিলেন ওই ওভারেই। বল রাহুল ত্রিপাঠির মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু রাহুল তাতে ব্যাট ছুঁইয়ে ফেলেন। তবে ওভারের দ্বিতীয় বাউন্সার বলে আম্পায়ার সেই ডেলিভারি নো বল বলে ঘোষণা করে ফ্রি হিট দেন। জীবনদান পেয়ে ফ্রি হিটে বাউন্ডারি মারেন রাহুল। এর পর ৩৩ বলে ৪৫ রান করে জাদেজার বলে বোল্ড হন রাহুল ত্রিপাঠি। এদিন শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার রান না পেলেও সাময়িক ধাক্কা সামলে দেন রাহুল ত্রিপাঠি। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাহুল। কেকেআরের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021; KKR vs CSK: ধোনির অসাধারণ ক্যাচ, তবুও কেন আউট হলেন না রাহুল ত্রিপাঠি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল