#শারজা: টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে মহেন্দ্র সিং ধোনি যে একেবারে সঠিক কাজ করেছিলেন সেটা বোঝা যাচ্ছিল হায়দরাবাদ ইনিংসের শুরু থেকে। মাত্র ২ রান করে ফিরে গেলেন আগের ম্যাচে দুরন্ত খেলা জেসন রয়। সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এদিন সম্পূর্ণ ব্যর্থ। ব্রাভোর বলে এলবি হলেন ১১ করে। বাংলার ঋদ্ধিমান সাহা সানরাইজার্স দলকে ভরসা দিচ্ছিলেন। প্রিয়ম গর্গ ব্রাভোর বলেই ধোনির হাতে উঁচু ক্যাচ দিয়ে ফেরেন ৭ করে। ঋদ্ধিমান জাদেজার বলে মারতে গিয়ে ৪৪ করে ধোনির হাতে ক্যাচ দিলেন।
advertisement
শারজায় মন্থর উইকেট ব্যাটসম্যানদের পক্ষে মানিয়ে নেওয়া কঠিন। তরুণ অভিশেক শর্মা কিছুটা রান তোলার চেষ্টা করলেন। সামাদ সাহায্য করলেন। অভিষেক ফিরলেন ১৮ করে। সামাদ একই ওভারে আউট ১৮ করে। দুটোই নিলেন হ্যাজেলউড। এদিন তিনটি উইকেট পেলেন এই অস্ট্রেলিয়ান। হোল্ডার ফিরে গেলেন মাত্র ৫ রান করে। মহেন্দ্র সিং ধোনি এবং কেন উইলিয়ামসন। আজ দক্ষিণী ডার্বিতে রিমোট থাকবে এই দুজনের হাতে।
চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলে পরস্পরের মুখোমুখি হয়েছে ১৫ বার। ১১টিতেই জিতেছে সিএসকে। চারটিতে সানরাইজার্স। গত বছর দুবাইয়ে আইপিএলের প্রথম সাক্ষাতে সানরাইজার্স হায়দরাবাদ চেন্নাই সুপার কিংসকে ৭ রানে হারিয়েছিল, ফিরতি ম্যাচে চেন্নাই জিতেছিল ২০ রানে। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে সানরাইজার্সকে ৭ উইকেটে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। আইপিএলে আজ শারজায় এক বনাম আটের লড়াই।
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের সামনে আজ চলতি আইপিএলে সবার নীচে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসনদের আইপিএলের শেষ চারে ওঠার সম্ভাবনাই নেই। তবে তাঁরা অন্য দলগুলিকে হারিয়ে শেষ চারে কে কত নম্বরে থাকবে বা কে প্লে অফের টিকিট পাবে সেসব হিসেব এদিক-ওদিক করে দিতেই পারে।
যেমন আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে সঞ্জু স্যামসনদের খাদের কিনারায় ঠেলে দিয়েছিল হায়দরাবাদ। মহান অনিশ্চয়তার খেলায় ধোনিরা হারলেও শীর্ষস্থান খোয়াতে হবে না, তবে জিতলেই এক নম্বর দল হিসেবে প্লে অফে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাবে সুপার কিংস। কিন্তু প্রথম ইনিংসেই যেভাবে বল করলেন ব্রাভো, হ্যাজেলউড, জাদেজারা, তাতে এই ম্যাচ সানরাইজার্স জিতলে সেটা অস্বাভাবিক ব্যাপার হবে।
