TRENDING:

‘‘যে দেশে করোনার এত বাড়বাড়ন্ত সেখানে সরকার ও ফ্রাঞ্চাইজি কী করে এতগুলো টাকা খরচ করতে পারে,’’ IPL 2021 ছাড়ার আগে অ্যান্ড্রু টাইয়ের বোমা

Last Updated:

দেশের মানুষ যেখানে হাসপাতালে বেড অক্সিজেন পাচ্ছে না, সেখানে কী করে ভারতে টাকার খেলা আইপিএল হচ্ছে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  করোনা ভাইরাসে আক্রান্ত গোটা দেশ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে ছিন্নভিন্ন অবস্থা দেশের৷ একাধিক ক্রিকেটার এই অবস্থায় আইপিএল ছেড়ে চলে যাচ্ছেন৷ এইরকমভাবে আইপিএল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বোমা ফাটালেন রাজস্থান রয়্যালসের অ্যান্ড্রু টাই  (andrew tye) ৷ তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘ভারতের দৃষ্টিভঙ্গী থেকে দেখলে কী করে আইপিএলে এই কোম্পানিগুলি এবং ফ্রাঞ্চাইজিগুলি এত এত টাকা খরচ করছে এবং সরকারও৷ যেখানে মানুষ হাসপাতালে ভর্তি হতে পারছে না৷ ’’
Andrew Tye wonders how IPL franchises ‘spending so much’ amidst COVID-19 crisis- Photo- File
Andrew Tye wonders how IPL franchises ‘spending so much’ amidst COVID-19 crisis- Photo- File
advertisement

করোনা ভাইরাস  (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের (Second Wave)  ধাক্কায় পুরো দেশ লড়াই করছে৷ সর্বত্র ওষুধ , বেড, অক্সিজেন জোগাড় করার জন্য পাগলের মতো অবস্থা৷ করোনার জেরে আইপিএল থেকে নাম তুলে নিলেন দিল্লি ক্যাপিটাল্সের রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)৷

অশ্বিন সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ দিয়েছেন৷ তিনি ট্যুইট করে জানিয়েছেন মঙ্গলবার থেকে তিনি আর আইপিএলে খেলবেন না৷ তিনি জানিয়েছেন তাঁর পুরো পরিবার কোভিড ১৯ -র (Covid 19) সঙ্গে লড়াই করছে৷ এই খারাপ সময়ে তাঁদের পাশে থেকে সহযোগিতা করতে চাই৷ যদি সব ঠিক হয় তাহলে খেলায় ফেরবার আশা রাখি৷

advertisement

অস্ট্রেলিয়া ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বোলার অ্যান্ড্রু টাই  ভারতে ক্রমশ করোনার বৃদ্ধির কারণে আইপিএল (IPL 2021)  মাঝপথেই ছেড়ে দেন৷ তাঁর ভয় ছিল তিনি আদৌ দেশে ফিরতে পারবেন না৷ ওয়াকিবহাল মহলের ইঙ্গিত একাধিক অস্ট্রেলিয় ক্রিকেটার নিজের দেশে ফিরে যেতে পারেন৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা ব্যক্তিগত কারণে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

advertisement

টাই জানিয়েছেন পারথের সরকার অস্ট্রেলিয়ায় ক্রমান্বয়ে বাড়তে থাকা করোনার মামলার জেরে সেখানের সরকার বাইরে থেকে আসা ব্যক্তিদের সংখ্যা কমিয়ে দিচ্ছে৷ আর তাই আদৌ ভারত থেকে গেলে ঘরে ফিরতে পারবেন না এই আশঙ্কায় টায়৷ তিনি এখনও একটিও ম্যাচ খেলেননি৷ তাঁকে এক কোটি টাকায় কেনা হয়েছে৷

বিসিসিআই (BCCI) জানিয়েছে আপাতত যতই সেকেন্ড ওয়েভ আসুক আইপিএল জারি থাকবে৷ কেউ যদি আইপিএল ছাড়তে চায় তাহলে তাদের কোনও আপত্তি নেই৷ এদিকে ব্যাঙ্গালোরের অ্যাডাম জাম্পাকে দেড় কোটিতেআর রিচার্ডসনকে চার কোটিতে কিনেছে৷

advertisement

ব্রিটেন, নিউজিল্যান্ডের মতো একাধিক দেশ এখন ভারত থেকে আসা কাউকে দেশে ঢুকতে দিচ্ছে না৷ অস্ট্রেলিয়া নিজেদের উড়ান ৩০ শতাংশ কমিয়ে দিয়েছে৷ রয়্যালসের লিয়াম লিভিংস্টোন ব্রিটেনে ঢোকা বন্ধ করার আগেই দেশে ফিরে গেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

এদিকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর ডেভিড হাসি জানিয়েছেন অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার চিন্তায় রয়েছেন যেভাবে ভারতে করোনা ভাইরাসের মামলা বাড়ছে তাতে কী করে দেশে ফিরবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
‘‘যে দেশে করোনার এত বাড়বাড়ন্ত সেখানে সরকার ও ফ্রাঞ্চাইজি কী করে এতগুলো টাকা খরচ করতে পারে,’’ IPL 2021 ছাড়ার আগে অ্যান্ড্রু টাইয়ের বোমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল