TRENDING:

IPL 2021: চূড়ান্ত দুসংবাদ, আইপিএলের মাঝপথেই KKR ছেড়ে PSL এ খেলতে চলে যাবেন শাকিব ও রাসেল

Last Updated:

আর কত দুঃসংবাদ সহ্য করতে হবে? তা বলে আইপিএল মাঝপথে ছেড়ে পিএসএল খেলতে যাবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: KKR- ৭ ম্যাচের শেষে পয়েন্ট মাত্র ৪ ৷  করোনা কালের আইপিএলে   কার্যত আইসিইউতে থাকা কেকেআর যে ধরণের ক্রিকেট খেলছে তাতে ভেন্টিলেশন ঠেকানো বড় চ্যালেঞ্জ ইয়ন মর্গ্যানের দলের৷ আইপিএল প্লেঅফে খেলতে গেলে কেকেআরের কাছে বাকি সব ম্যাচই মরণ বাঁচন৷ গত মরশুমেও প্লে অফে যাওয়া হয়নি শাহরুখ খানের (SRK) দলের৷ তবে মরুশহরের থেকেও এবার দেশের মাটিতে আরও হতশ্রী পারফরম্যান্স কেকেআরের৷ এরমধ্যে মরার ওপর খাঁড়ার ঘা আরও রয়েছে৷ যা খবর পাওয়া যাচ্ছে প্লে অফের আগে অবধি থাকলেও তারপর পাকিস্তানি সুপার লিগে পাড়ি জমাচ্ছেন নাইট ব্রিগেডের দুই তারকা নাইট৷ একজন বাংলাদেশি অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan) অন্যজন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell)৷
Shakib Al Hasan and Andre Russell is set to leave KKR -Photo-File
Shakib Al Hasan and Andre Russell is set to leave KKR -Photo-File
advertisement

(IPL 2021 ) আইপিএল শেষ হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্সকে মাঝপথে ছেড়ে পাকিস্তান প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও শাকিব আল হাসান। খাদের কিনারা থেকে ঘুরে যদি নাইটরা প্লে-অফের টিকিট পায় তাহলে নাইট ফ্যানদের মাথায় হাত৷  কারণ গুরুত্বপূর্ণ পর্বের  সেই ম্যাচগুলোতে রাসেল ও শাকিবকে না পেতে চলেছে কেকেআর।

advertisement

পাকিস্তান সুপার লিগে (PSL) টম ব্যান্টনের বদলি হিসেবে রাসেল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সে খেলবেন। অন্যদিকে রশিদ খানের বদলে শাকিব লাহোর কালান্দার্সে যোগ দেবেন। আগামী ২ জুন থেকে পিএসএল-দ্বিতীয় পর্ব শুরু হবে। চলবে ২০ জুন পর্যন্ত। বায়োবাবলের মধ্যে থাকতে হবে ক্রিকেটারদের আর পাকিস্তানে বাইরে থেকে আসা ক্রিকেটারদের জন্য ৭ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড ধার্য করা হয়েছে৷ ফলে টুর্নামেন্টের  জন্য সব ক্রিকেটারের বায়োবাবলে ঢোকার আগে কোয়ারেন্টাইন পিরিয়ডে যাওয়ার সময়ের শেষ তারিখ ২৩ মে৷ করোনা অতিমারির দাপটে পিএসএল শুরু হলেও তা মাঝপথেই থামাতে হয়েছিল৷ কারণ সেসময় প্রচুর ক্রিকেটার করোনা পজিটিভ হতে শুরু করেছিলেন৷ মার্চের ৪ তারিখের পরে একসঙ্গে ৭ জন পজিটিভ হওয়ায় টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ এবার ফের টুর্নামেন্ট শুরু করা হবে  এই বিষয়ে সরকারি ঘোষণা করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

নাইটদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ  ২১ মে৷ প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ৷ শাহরুখ খানের ছেলেরা যেভাবে হতাশজনক পারফরম্যান্সকেই ধারাবাহিক করে ফেলেছে সেখানে অন্য কিছু হওয়া কার্যত মিরাকেল৷ তাই  রাউন্ড রবিন লিগের সব ম্যাচেই রাসেল ও শাকিবকে পাবে কলকাতা।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: চূড়ান্ত দুসংবাদ, আইপিএলের মাঝপথেই KKR ছেড়ে PSL এ খেলতে চলে যাবেন শাকিব ও রাসেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল