ম্যাচ জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত দলের অন্যতম কর্ণধার SRK৷ নিজের ট্যুইটে তিনি দলের অন্য কর্ণধার ও ক্রিকেটারদেরও ট্যাগ করেছেন৷ জয় মেহেতা, জুহি চাওলা ছাড়া গোটা দল, প্রসিদ্ধ কৃষ্ণা, দীনেশ কার্তি, নীতিশ রাণা, রাহুল ত্রিপাঠী, আন্দ্রে রাসেল, হরভজন সিং, প্যাট কামিন্সকেও৷ সকলকে জানিয়েছে এটা দেখার জন্য দারুণ ছিল৷
সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে চমৎকার জয়,কেকেআর (KKR) নিজের আইপিএল অভিযান শুরু করল ১০ রানে জয় দিয়ে৷ আর এই জয়ের কারণেই এক লাফে পয়েন্ট টেবলের ২ নম্বরে জায়গা দিয়ে শুরু করল তাদের আইপিএল (IPL 2021) অভিযান৷ পয়েন্ট এক থাকলেও রান রেটের বিচারে ভালো জায়গায় থেকে ক্লাসের ফার্স্ট পড়ুয়া হয়েছে দিল্লি ক্যাপিটাল্স (DC)৷
নীতিশ রাণা ও রাহুল ত্রিপাঠীর দুরন্ত অর্ধ শতরান কলকাতা নাইট রাইডার্সকে ১০ রানে ম্যাচ জিততে সাহায্য করেছে৷ রবিবারের এম এ চিদাম্বরম স্টেডিয়াম কেকেআরের জন্য দীর্ঘদিন পর লাকি হল৷ এদিন রাণা ৫৬ বলে ৮০ রান করেছিলেন আর ত্রিপাঠী করেছিলেন ২৯ বলে ৫৩ রান করেন ৷ ২০ ওভারে ৬ উইকেটে কেকেআর ১৮৭ রান করেছিল৷ প্রাক্তন নাইট মণীশ পান্ডে কেকেআরের স্বপ্নে কাঁটা হতে পারতেন কারণ তিনি ৪৪ বলে অপরাজিত ছিলেন ৬১ রানে৷ পাশাপাশি জনি বেয়রিস্তো ৪০ বলে ৫৫ রান করেন৷ কিন্তু কেকেআরকে হারানোর জন্য এই লড়াই যথেষ্ট ছিল না৷
