TRENDING:

AB de Villiers on Virat Kohli : অধিনায়ক কোহলি না থাকায় স্বস্তি পাবে আম্পায়ার, বলছেন ডি ভিলিয়ার্স

Last Updated:

IPL 2021 AB de Villiers says umpires will sleep well after Virat Kohli quit RCB captaincy. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ায় আম্পায়ারদের সঙ্গে কোহলির তর্কে জড়ানোর তেমন কোনো সম্ভাবনা নেই।আর তাই আইপিএলের আম্পায়াররা শান্তিতে ঘুমাতে পারবেন, এমন মন্তব্য করেছেন কোহলির সতীর্থ এবি ডি ভিলিয়ার্স

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরের বছর আইপিএলে বিরাটের সঙ্গেই কী দেখা যাবে ডি ভিলিয়ার্সকে ?
পরের বছর আইপিএলে বিরাটের সঙ্গেই কী দেখা যাবে ডি ভিলিয়ার্সকে ?
advertisement

বিরাট কোহলি (Virat Kohli) জাতীয় দলের জার্সি গায়ে অসাধারণ অধিনায়কত্ব করেছেন। কিন্তু আইপিএলের প্রসঙ্গ উঠতেই কোহলিকে কার্যত ব্যাকফুটে চলে যেতে হয়। আইপিএলে ক্যাপ্টেন কোহলির সাফল্যের ভাঁড়ার শূন্য। আর তাই চলতি আইপিএলের (IPL 2021) পরই কোহলি আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করেছেন। তাই খাতায়-কলমে আরসিবির ক্যাপ্টেন হিসাবে কোহলির এটাই শেষ আইপিএল৷ এবার কোহলিকে ট্রফি পাইয়ে দিতে যেন ঝাঁপিয়ে পড়েছিল গোটা দল। কিন্তু গ্রুপ পর্বে আরসিবির পারফরম্যান্স ছিল দারুন। কেকেআরের কাছে হারের পর বিরাটের স্বপ্ন শেষ, তারপরেই মাঠে কাঁদতে (Virat Kohli Crying) দেখা যায় কোহলিকে৷

advertisement

তাঁর এই কান্নার ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral)৷ সব জিনিস তো আর সবাইকে ধরা দেয় না। বিরাট কোহলি আর আইপিএল ট্রফির মধ্যে দূরত্বটা রয়েই গেল। এদিকে বিরাটকে নিয়ে বড় বয়ান দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। খেলার মাঠে আম্পায়ারদের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না বিরাট কোহলি, আম্পায়ারদের সঙ্গে প্রায়ই তর্কে জড়িয়ে পড়েন। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ায় আম্পায়ারদের সঙ্গে কোহলির তর্কে জড়ানোর তেমন কোনো সম্ভাবনা নেই।

advertisement

আর তাই আইপিএলের আম্পায়াররা শান্তিতে ঘুমাতে পারবেন, এমন মন্তব্য করেছেন কোহলির সতীর্থ এবি ডি ভিলিয়ার্স। গত সোমবার রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ শেষে নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করে বেঙ্গালুরু। সেখানে উদযাপন করতে দেখা যায় কোহলির বেঙ্গালুরু সতীর্থদের। দলটির বড় তারকা এ বি ডি ভিলিয়ার্স তখন মজা করে বলেন, ‘আমার মনে হয়, কোহলি অধিনায়কত্ব ছাড়ায় কিছু আম্পায়ার শান্তিতে ঘুমাতে পারবেন! তাদের কথা ভেবে আমি খুবই খুশি।’ কোহলিকে শুভকামনা জানিয়ে প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘অধিনায়কত্বের দারুণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তুমি স্বাধীনতা নিয়ে খেলবে এবং আরসিবি ও ভারতের হয়ে অনেক ট্রফি জিতবে- এটা দেখতেই ভাল লাগবে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে অধিনায়ক হিসেবে কোনও কসুর করবেন না বিরাট, নিশ্চিত ডি ভিলিয়ার্স। পাশাপাশি ডি কক, মার্করাম, ফাফ দু প্লেসিদের নিয়ে তৈরি দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপে অনেক হিসেব বদলে দিতে পারে মনে করেন এবি ডি ভিলিয়ার্স। তবে বিরাট কোহলির ভারত অন্যতম ফেভারিট মনে করেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
AB de Villiers on Virat Kohli : অধিনায়ক কোহলি না থাকায় স্বস্তি পাবে আম্পায়ার, বলছেন ডি ভিলিয়ার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল