ডিভিলিয়ার্সের যখন ব্যাট করছিলেন তাঁর উল্টো দিকে ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, কাইল জেমিসন একের পর এক আউট হয়ে যান৷ কিন্ত ক্রিকেট দুনিয়ার মিস্টার ৩৬০ ডিগ্রি নিজের মনোবল বজায় রেখে লক্ষ্যে অবিচল থাকেন৷ ট্রেন্ট বোল্ট থেকে জসপ্রীত বুমরাহ সকলের তুখোড় বল তিনি সামলান অনায়াস দক্ষতায়৷ নিজের আক্রমণাত্মক ক্রিকেট খেলে দলকে জয় এনে দেন৷ ২০১৫ তে তিনি মুম্বইয়ের জন্য ভয়ানক ছিলেন৷ ডেথওভারে বেশ বড় ক্ষতি করেছিলেন মুম্বইয়ের৷
advertisement
এদিকে মুম্বইয়ের বিরুদ্ধে প্রোটিয়া এই তারকার রেকর্ড অদ্ভুত৷ বিশেষ করে ডেথ ওভারে৷ ২০১৫ থেকে ডিভিলিয়ার্স এখনও অবধি শেষ পাঁচ ওভারে মুম্বইয়ের বিরুদ্ধে ২০৭ রান করেছেন৷ এই পর্বে তাঁর স্ট্রাইক রেট ২৪৯.৪০৷ মুম্বইয়ের বিরুদ্ধে ডেথ ওভারে তিনি ১৭ টি চার এবং ১৫ টি ছক্কা মেরেছেন৷
ডেথ এভারে এবি বেবি মুম্বইয়ের সেরা বোলারদের বিরুদ্ধেও তুখোড় পারফরম্যান্স দিয়েছেন৷ তিনি ১৯ বলে ৫০ রান করেন৷ জসপ্রীত বুমরাহও তাঁর হাতে মার খেয়েছেন৷ বুম বুম বুমরাহের বিরুদ্ধে ৩০ বলে ৬৯ রান করেছেন তিনি৷ মালিঙ্গার বিরুদ্ধে ১৪ বলে ৪৪ এবং হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ১০ বলে ৩৩ রান করেন তিনি৷ সোজা কথায় মুম্বইয়ের কাছে এবি এখন ডেথ ওভারে -র ভয়ানক অভিশাপ৷
