এদিন টসে জিতে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স৷ যেহেতু প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে আগে ব্যাট করে দারুণ রান করেছিল দিল্লি তাই অধিনায়ক সেই সিদ্ধান্তেই থাকলেন৷
তাঁদের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই৷
অন্যদিকে টসে হারকে আশীর্বাদ হিসেবে দেখছেন খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা৷ তাঁদের দলে একটি পরিবর্তন রাহুল চাহারের জায়গায় দলে এলেন জয়ন্ত যাদব৷
দেখে নিন মেগা ফাইনালের টসের ভিডিও৷
দুই দলেই শেষ মুহূর্তে স্ট্র্যাটেজি তৈরির পাশাপাশি চলছে হিসেবনিকেশও৷ শিখর ধাওয়ান , রাবাদা, শ্রেয়স, পৃথ্বী সকলেই হতে পারেন দিল্লির গেমচেঞ্জার৷
অন্যদিকে মুম্বইয়ের ক্ষেত্রে বড় ভরসা অধিনায়ক রোহিতের ফাইনাল ভাগ্য৷ পাশাপাশি পোলার্ড, হার্দিক পান্ডিয়া, বুমরাহরা নিজেদের দিনে প্রতিপক্ষকে ধুয়ে দিতে পারেন প্রমাণ হয়েছে একাধিকবার৷
৩ ঘণ্টার ব্যাট ও বলের হাড্ডাহাড্ডি লডা়ইয়ের পর এ মরশুমের আইপিএল চ্যম্পিয়ন পাবেন ক্রিকেট ফ্যানরা৷