স্টেইনের মন্তব্যের পাল্টা দিলেন ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে৷ চতুর্থ টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে স্টেইনের বয়ানের কাউন্টার করেন৷ প্রথমে তিনি বলেন,‘‘ চতুর্থ টেস্ট নিয়ে কথা বলতে এসেছি, পাকিস্তান সুপার লিগ ( Pakistan Super League) ও লঙ্কা প্রিমিয়ার লিগ (Lanka Premier League) নিয়ে কথা বলতে আসিনি৷ ’’ তিনি আরও বলেন, ‘‘আইপিএল ক্রিকেটারদের এমন একটা মঞ্চ দেয় যেখানে সকলে নিজেকে আরও উজ্জ্বল করে তুলতে পারে৷ এখানে অনেক ক্রিকেটার সুযোগ পেয়েছেন যাঁরা আজকে নিজেদের আরও উন্নত করছে৷ ’’
advertisement
ডেল স্টেইন মন্তব্য করেছিলেন আইপিএলের থেকে পিএসএলে ক্রিকেটেরবিষয়ে বেশি গুরুত্ব দেয়৷ পিএসএলে এ মরশুমে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন৷ তিনি বলেছেন, ‘‘আইপিএলে যখন খেলা হয় তখন সেখানে এত বড় নাম যে তাদের রোজগারের দিকেই নজর দেওয়া হয়৷ এতে ক্রিকেটকে ভুলে যাওয়া হয়৷ কিন্তু যদি পিএসএল বা লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন তাহলে আপনার পুরো ফোকাস ক্রিকেটেই থাকে৷ আমি পিএসএলে খেলছি৷ আমার কাছে লোক আসে আর শুধু ক্রিকেট নিয়েই কথা হয়৷ ’’
তাঁর সাফ কথা এতে ক্রিকেটাররা ক্রিকেটের বিষয়টি ভুলে যান৷ স্টেইন বলেছেন আইপিএল নিয়ে যখন তিনি খেলতে যান তখন সকলে নাকি তাঁকে জিজ্ঞাসা করেন এই মরশুমে কত টাকা পেলেন৷ তিনি জানিয়েছেন তিনি এর থেকে দূরে থাকতে চান আর ক্রিকেটেই ফোকাস করতে চান৷ তাই এবারের নিলামে নাম লেখাননি বলেও দাবি করেছেন প্রোটিয়া পেসার৷
আইপিএল-এ ১১ মরশুম খেলেছেন ডেল স্টেইন৷ তিনি ৯৫ ম্যাচে ৯৭ উইকেটের মালিক৷ ৮ রান দিয়ে ৩ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স৷ গত মরশুমে মাত্র তিনটি ম্যাচে তাঁকে খেলতে দেওয়া হয়েছিল৷ শেষ তিন মরশুমে মাত্র ৬ টি ম্যাচে খেলেছেন তিনি৷ ২০১৩ সালে সবচেয়ে বেশি ১৭ টি ম্যাচ খেলেছেন তিনি৷ তিনি গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছিলেন৷ দল তাঁকে ধরে রাখেনি ৷ তবে স্টেইন নিলামে নাম লেখাতে পারতেন কিন্তু তিনি আর নাম লেখাননি৷
