১০৭৯ দিন পর ছক্কা হাঁকিয়ে তাঁর মুখে এখন চওড়া হাসি। চেন্নাইতে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে জিতেছে আরসিবি। কোহলি এন্ড কোং এই ম্যাচে জিতে টুর্নামেন্টের শুরুতেই অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে ফেলল। পাঁচবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথম ম্যাচেই হারানো তো আর চাট্টিখানি কথা নয়! আর প্রথম ম্যাচেই দলের অন্যতম সেরা তারকা গ্লেন ম্যাক্সওয়েল ২৮ বলে ৩৯ রান করলেন। আরসিবির প্রথম ম্যাচে জয়ে তাঁরও একটা ভূমিকা ছিল বলা চলে। তবে এই ম্যাচে সবথেকে বেশি কথা হল এবি ডিভিলিয়ার্স ও হর্ষল প্যাটেলকে নিয়ে। ব্যাট ও বলে এই দু'জন ম্যাচ জমিয়ে দিলেন।
advertisement
ম্যাচ শেষে ম্যাক্সওয়েল বললেন, ''গতবছর একটাও ছক্কা হাঁকাতে পারিনি। সেই কথাটা বিরাট কোহলি আমাকে মনে করিয়ে দিয়েছিল কিছুদিন আগেই। এবার প্রথম ছক্কা মেরেই মনে হল আমি আবার ফিরে এসেছি। প্রথম ম্যাচে জয় অবশ্যই ভাল। তবে এই ছন্দ ধরে রাখতে হবে। ক্যাপ্টেনকে নন-স্ট্রাইকার এন্ড-এ নিয়ে খেলার মজাই আলাদা। বিরাট কোহলি উইকেটের অন্য পাশে থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়।"
