TRENDING:

IPL 2021: অলরাউন্ডার ম্যাক্সওয়েল জ্বলে উঠবেন আশায় আরসিবি

Last Updated:

নিলামে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে আরসিবি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

তবে অভিজ্ঞতার গুরুত্ব দিয়ে ম্যাক্সওয়েলকে দলে টেনেছে আরসিবি। অস্ট্রেলিয়ান তারকাকে দলে পেতে ইচ্ছুক ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। কিন্তু শেষপর্যন্ত হাতে বেশি টাকা থাকায় নিলামের লড়াইয়ে জিতেছিল আরসিবি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নিজের চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ম্যাক্সওয়েল। তাঁর বিশাল ছক্কা ভেঙে দিয়েছিল দর্শকাসনে একটি বাকেট সিট। ব্যাট করার পাশাপাশি প্রয়োজনে অফস্পিনার হিসেবেও স্বচ্ছন্দে কয়েক ওভার করে দিতে পারেন।

advertisement

আরসিবি শিবির মনে করে ম্যাক্সওয়েল ইউটিলিটি ক্রিকেটার। একটা ফ্লপ মরশুম দেখে তাঁকে বিচার করা উচিত নয়। এতদিন মূলত বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স, ব্যর্থ হলে আরসিবি ভেঙে পড়ত। এবার ম্যাক্সওয়েল এবং জেমিসন চলে আসায় কিছুটা ব্যাটিং গভীরতা বেড়েছে লাল জার্সিধারীদের। তাছাড়া অস্ট্রেলিয়ান তারকা নিজেও মরিয়া হয়ে থাকবেন ব্যাট হাতে সমালোচনার জবাব দিতে। পাশাপাশি নতুন নিউজিল্যান্ড তারকা ফিন অ্যালেন কতটা পারফর্ম করতে পারেন তার ওপর নির্ভর করছে বিরাট, ডিভিলিয়ার্সদের দলের ভাগ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কোনও মনীষী নয়, এক সাধারণ চাওয়ালার নামে বিখ্যাত পটাশপুরের এই মোড়!
আরও দেখুন

আজপর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। এবার কী ভাগ্যের চাকা ঘুরবে? উত্তর দেবে সময়। কিন্তু ম্যাক্সওয়েল ঝড় উঠলে কোনও কিছুই অসম্ভব নয়। তরুণ ভারতীয় ব্যাটসম্যান আজারুদ্দিন যদি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেন তাহলে একজন তরুণ হার্ডহিটার কে পাবে আরসিবি। সব মিলিয়ে স্বপ্নের ব্যাটিং রথে চড়ে দুঃস্বপ্ন ঘোচানোর আশায় বিরাট কোহলি ব্রিগেড।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: অলরাউন্ডার ম্যাক্সওয়েল জ্বলে উঠবেন আশায় আরসিবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল