কেকেআরের প্রাক্তন অধিনায়কের দাবি, ধোনির চেন্নাই চলতি মরশুমে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করবে। কিন্ত শুধু বলে দিলেই তে হল না। কেন এন বিপর্যয় নামবে ধোনির দলের উপর, তার ব্যাখ্য দিতে হবে। না হলে তো লোকে এমন দাবি হেসে উড়িয়ে দেবে! গম্ভীর অবশ্য এই ব্যাপারে গভীর কোনও ব্যাখ্যা দেননি। এমনিতে তারকাখচিত চেন্নাই দল। ধোনি ছাড়াও মঈন আলি, ডোয়েন ব্রাভো, ফাফ ডুপ্লেসি, স্যাম কুরান, ইমরান তাহিরের মতো তারকা রয়েছেন দলে। তাছাড়া ফেব্রুয়ারি মাসে আইপিএল নিলামে চেন্নাইকে দেখে ভাল লেগেছিল গম্ভীরের। তিনি সেই সময় জানিয়েছিলেন, গত মরশুমে খারাপ পারফর্ম করার পরও চেন্নাই আহামরি নতুন কিছু করার কথা ভাবেনি। বরং দলের ক্রিকেটারদের উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
advertisement
আকাশ চোপড়াও অবশ্য এবার ধোনির চেন্নাইকে নম্বর দিতে নারাজ। তিনিও দাবি করেছেন চেন্নাই এবার শেষ চারে পৌঁছতে পারবে না। তিন এক সাক্ষাত্কারে দাবি করেছেন, গতবারের থেকে এবার চেন্নাইয়ের পারফরম্যান্স ভাল হতে পারে। তবে সিএসকে সমর্থকরা শেষ চারে ওঠার আশা না করলেই ভাল। চেন্নাই কেন ব্যর্থ হতে পারে, তার কারণ তিনিও জানাননি। তবে আকাশ এটুকু ইঙ্গিত দিয়েছিলেন, অন্য দলগুলি এবার বেশি শক্তিশালী ও ব্যালান্সড। তাই তাদের সঙ্গে চেন্নাইয়ের পেরে ওঠা মুশকিল।
