TRENDING:

IPL 2021: এবারও ধোনির কপাল খারাপ যাবে, ভবিষ্যদ্বাণী করে দিলেন গম্ভীর

Last Updated:

গম্ভীর একেবারে টু দি পয়েন্ট জানিয়ে দিলেন, চেন্নাই কত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ধোনি-বিরোধী কথা বলতে তাঁকে প্রায়ই শোনা যায়। তা হলে কি এবারও ব্যক্তিগত বিরোধিতার জায়গা থেকেই তিনি এমন বললেন! নাহলে আইপিএল শুরুর কয়েক ঘণ্টা আগে এমন ভবিষ্যদ্বাণী করতে যাবেন কেন! এবার আইপিএলে চেন্নাই সুপার কিংস কতদূর খেলবে, তার ভবিষ্যদ্বাণী করলেন গৌতম গম্ভীর। তবে সেই ভবিষ্যদ্বাণী সিএসকে সমর্থকদের একেবারেই পছন্দ হবে না। কী বললেন গম্ভীর! তাঁর দাবি, ধোনির কপাল এবারও খারাপই যাবে। সিএসকে এবারও প্লে-অফ পর্যন্ত পৌঁছতে পারবে না। এমনিতেই গত বছর আইপিএল ভাল যায়নি ধোনিদের। তার উপর এবার টুর্নামেন্ট শুরুর মুখেই গম্ভীরের এমন কথা! গম্ভীর আবার একেবারে টু দি পয়েন্ট জানিয়ে দিলেন, চেন্নাই কত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারে!
advertisement

কেকেআরের প্রাক্তন অধিনায়কের দাবি, ধোনির চেন্নাই চলতি মরশুমে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করবে। কিন্ত শুধু বলে দিলেই তে হল না। কেন এন বিপর্যয় নামবে ধোনির দলের উপর, তার ব্যাখ্য দিতে হবে। না হলে তো লোকে এমন দাবি হেসে উড়িয়ে দেবে! গম্ভীর অবশ্য এই ব্যাপারে গভীর কোনও ব্যাখ্যা দেননি। এমনিতে তারকাখচিত চেন্নাই দল। ধোনি ছাড়াও মঈন আলি, ডোয়েন ব্রাভো, ফাফ ডুপ্লেসি, স্যাম কুরান, ইমরান তাহিরের মতো তারকা রয়েছেন দলে। তাছাড়া ফেব্রুয়ারি মাসে আইপিএল নিলামে চেন্নাইকে দেখে ভাল লেগেছিল গম্ভীরের। তিনি সেই সময় জানিয়েছিলেন, গত মরশুমে খারাপ পারফর্ম করার পরও চেন্নাই আহামরি নতুন কিছু করার কথা ভাবেনি। বরং দলের ক্রিকেটারদের উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা ভ্রমণে এবার বাড়তি স্বস্তি! হঠাৎ কী এমন হল? খবর পেয়েই কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

আকাশ চোপড়াও অবশ্য এবার ধোনির চেন্নাইকে নম্বর দিতে নারাজ। তিনিও দাবি করেছেন চেন্নাই এবার শেষ চারে পৌঁছতে পারবে না। তিন এক সাক্ষাত্কারে দাবি করেছেন, গতবারের থেকে এবার চেন্নাইয়ের পারফরম্যান্স ভাল হতে পারে। তবে সিএসকে সমর্থকরা শেষ চারে ওঠার আশা না করলেই ভাল। চেন্নাই কেন ব্যর্থ হতে পারে, তার কারণ তিনিও জানাননি। তবে আকাশ এটুকু ইঙ্গিত দিয়েছিলেন, অন্য দলগুলি এবার বেশি শক্তিশালী ও ব্যালান্সড। তাই তাদের সঙ্গে চেন্নাইয়ের পেরে ওঠা মুশকিল।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: এবারও ধোনির কপাল খারাপ যাবে, ভবিষ্যদ্বাণী করে দিলেন গম্ভীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল