খুচরো রান নিয়ে দলের স্কোর বোর্ড চালু রাখছিলেন। ওপেন করতে নেমে ঠিক করেই রেখেছিলেন পুরো কুড়ি ওভার খেলবেন। কিন্তু গোলমাল হয়ে গেল জেসন হোল্ডারের বলে। গুড লেন্থ স্পটে পড়ে বলটা লাগল ব্যাটের ওপরদিকে। স্কোয়ার লেগ থেকে অনেকটা ছুটে এসে শুধু দুর্ধর্ষ ক্যাচ ধরলেন বিজয় শঙ্কর। লম্বা ইনিংস খেলার স্বপ্ন ধাক্কা খেল বিরাটের। এমনিতেই আজ দীর্ঘদিন পর একদিনের ক্রিকেটে শীর্ষস্থান হারিয়েছেন। তাঁকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের বাবর আজম। হয়তো মনে মনে আজ একটা মনে রাখার মত ইনিংস উপহার দিতে চেয়েছিলেন।
advertisement
তাই মেজাজ হারিয়ে ফেলেন আউট হওয়ার সঙ্গে সঙ্গে। মরার ওপর খাঁড়ার ঘা, এদিন সম্পূর্ণ ব্যর্থ ডি ভিলিয়ার্স। মাত্র এক রান করে রশিদ খানের বলে ফিরে গেলেন। ডাগ আউটে বিরাটের মুখে হতাশার ছাপ যেন আরও স্পষ্ট হল। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল নিজে শেষ পর্যন্ত থেকে ব্যাট করতে না পারার সুযোগ হারিয়ে কতটা কষ্ট পাচ্ছেন তিনি। তাছাড়া গতবার প্রথম ম্যাচে জিতলেও পরের দুটো ম্যাচে হারতে হয়েছিল এই সানরাইজার্স দলের বিপক্ষে। তাই এক দিক থেকে দেখতে গেলে এটা প্রতিশোধ ম্যাচ ছিল। নিজের হাতে প্রতিশোধ নেওয়ার সুযোগ হারানোর ফলে মেজাজ সপ্তমে বিরাট কোহলি র।
