২০১৩ সালের ৯ এপ্রিল সেই টুইট করেছিলেন ধোনি। ২০১২ থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন জাদেজা। জাতীয় দল হোক বা চেন্নাই সুপার কিংস, ধোনি ও জাদেজার পার্টনারশিপ অনেকদিনের। জাদেজাকে নিয়ে মাঠ ও মাঠের বাইরে মাঝে মধ্যেই মশকরা করেন ধোনি। চার বছর আগেও ঠাট্টা করে ধোনি সেই টুইট করেছিলেন। সেই টুইটে ধোনি লিখেছিলেন, স্যার জাদেজা ক্যাচ ধরার জন্য মাঠে দৌড়াদৌড়ি করে না। বল নিজে থেকেই মাঠে রবীন্দ্র জাদেজাকে খুঁজে নেয়। আর ওর হাতে এসে পড়ে। এই ম্যাচেও যেন তাই হল! রবীন্দ্র জাদেজা যেখানে ফিল্ডিং করতে গেলেন সেখানেই তাঁকে লক্ষ্য করে ক্যাচ তুললেন রাজস্থানের ব্যাটসম্যানরা। আর একটিও ক্যাচ মিস করলেন না জাদেজা।
advertisement
মনন বোহর, রিয়ান পরাগ, ক্রিস মরিস ও জয়দেব উনাদকারের ক্যাচ ধরলেন জাদেজা। উনাদকারের ক্যাচ ধরার পর অভিনব স্টাইলে সেলিব্রেশন করেন জাদেজা। জাদেজা চারটি আঙ্গুল তুলে ইশারা করেন। অর্থাৎ এই ম্যাচে যে তিনি চারটি ক্যাচ ধরেছেন সেটা বুঝিয়ে দেন। এর পরই রবীন্দ্র জাদেজা কাউকে একটা ফোন করার মতো ইশারা করেন। তাঁর সেই সেলিব্রেশন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে। এর আগেও ছজন ক্রিকেটার আইপিএলের একটি ম্যাচে চারটি ক্যাচ ধরেছেন। ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের সচিন তেন্ডুলকার কলকাতার বিরুদ্ধে চারটি ক্যাচ ধরেছিলেন। ডেভিড ওয়ার্নার দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ২০১০ সালে রাজস্থানের বিরুদ্ধে চারটি ক্যাচ ধরেছিলেন। এছাড়া জ্যাক ক্যালিস, রাহুল তেওটিয়া, ডেভিড মিলার ও ফাফ ডুপ্লেসি আইপিএলে একটি ম্যাচে চারটি করে ক্যাচ ধরেছেন।
