এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো তারকারা রয়েছে আরসিবিতে। তাঁদের কম রানে আটকানোই বড় চ্যালেঞ্জ হবে সানরাইজার্সের বোলারদের কাছে। দেবদত্ত পাড্ডিকাল না থাকায় আরসিবির ওপেনিং জুটি নিয়ে সমস্যা হচ্ছিল। তবে করোনা থেকে সেরে উঠে মাঠে ফেরার জন্য প্রস্তুত দেবদত্ত। ফলে আজ তাঁকেই দেখা যাবে ওপেনিংয়ে। আরসিবির বিরুদ্ধে সানরাইজার্সের রেকর্ড কিন্তু বেশ ভাল। এখনও পর্যন্ত দুই দল ১৮টি ম্যাচ খেলেছে। হায়দরাবাদ জিতেছে ১০টি। আরসিবি সাতটি। ডেভিড ওয়ার্নার আরসিবির বিরুদ্ধে এখনও পর্যন্ত রান করেছেন ৫৯৩। অন্যদিকে হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের সব থেকে বেশি রান বিরাট কোহলির। আজ আইপিএলে শততম ম্যাচ খেলতে নামবেন যুজবেন্দ্র চাহাল।
advertisement
আরসিবির প্রথম একাদশ- বিরাট কোহলি, দেবদত্ত পাড্ডিকাল, এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডি ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, এস আহমেদ, কে জেমিসন,, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
হায়দরাবাদ প্রথম একাদশ- ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, জেসন হোল্ডার, এ সামাদ, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম, টি নটরাজন।