এবারের আআইপিএল অন্যবারের মতো নয়। কারণ এবার একে তো করেনার উত্পাতের মাঝে টুর্নামেন্ট হচ্ছে। মাঠে দর্শক নেই। গ্যালারিতে ক্রিকেটভক্ত, সমর্থকদের সেই উন্মাদনা নেই। ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ খেলতে হচ্ছে প্রতিটি দলকে। তার থেকেও বড় কথা, এবার আইপিএলে বড় ইনিংসের দেখা তেমন নেই। এখনও পর্যন্ত বড় ইনিংস হয়েছে মাত্র দুটি ম্যাচে। চিপকের স্পিনিং ট্র্যাকে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিচ্ছেলন ব্যাটসম্যানরা। তার উপর চিপকের বাউন্ডারি লাইনও অনেকটাই দূরে। অন্যবার আইপিএল মানে ব্যাটসম্যানদের দাপাদাপি থাকে। এবার কিন্ত বোলারদেের দাপট রয়েছে। জসপ্রিত বুমরা, ট্রেন্ট বোল্টের মতো পেসাররা রয়েছেন মুম্বইয়ে। অন্যদিকে, কাগিসো রাবাডা, আবেশ খানের মতো পেসার রয়েছে দিল্লির হাতে।
advertisement
মুম্বইয়ের প্রথম একাদশ- কুইন্টন ডি কক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জয়ন্ত যাদব, জসপ্রিত বুমরা, ট্রেন্ট বোল্ট।
দিল্লির প্রথম একাদশ- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ, মার্কাস স্টয়নিস, সিমরন হেটমায়ার, এল যাদব, আর অশ্বিন, কাগিসো রাবাডা, আবেশ খান।
