সেই সমর্থক এখানেই থেমে থাকেননি। তিনি দাবি করেন, গিল যা স্লো খেলেন তাতে তাঁর নির্বাচন ভারতীয় টেস্ট দলে হতে পারে। তিনি আরও লেখেন, গিল ইচ্ছে করেই ক্রিজে বেশি সময় টিকে থেকে রান করতে চান। ক্রিজে বেশি সময় থাকতে পারলে তাঁর উপর নির্বাচকদের নজর পড়বে বলেও মন্তব্য করেন তিনি। কেকেআর ব্যাটসম্যান একেবারেই টি-২০-র মতো ব্যাটিং করেন না বলে মন্তব্য করেন ওই সমর্থক। স্বাভাবিকভাবেই সেই সমর্থকের মন্তব্য ভালভাবে নেননি গিল। এর পরই নাইট ব্যাটসম্যান সেই সমর্থককে পাল্টা দেন। গিলের উত্তর পেয়ে ওই নাইট সমর্থক আর কথা বাড়াননি।
advertisement
গিল সেই সমর্থককে নো-বডি বলে ডাকন। তার পর তাঁর উদ্দেশে লেখেন, আমি যেখানে থাকতে চেয়েছিলাম, আজ সেখানেই আছি। শুভমান গিলের এই কমেন্ট দারুন পছন্দ হয়েছে কেকেআরের অনেক সমর্থকের। তাঁরা গিলকে সমর্থন করেছেন। আইপিএলে এখনও পর্যন্ত তিনটি মরশুমে খেলেছেন গিল। উল্লেখ্য, ১১ এপ্রিল চেন্নাইতে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে কেকেআর।